ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

প্রথম রাউন্ডেই ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়নের বিদায়

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১১, ২৩ মে ২০২২  
প্রথম রাউন্ডেই ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়নের বিদায়

বারবোরা ক্রেজচিকোভা

চেক রিপাবলিকের বারবোরা ক্রেজচিকোভা ফ্রেঞ্চ ওপেনের প্রথম রাউন্ডেই বিদায় নিলেন। বর্তমান চ্যাম্পিয়নকে ১-৬, ৬-২, ৬-৩ গেমে হারিয়েছেন ১৯ বছর বয়সী স্বাগতিক দেশের ডিয়ানে প্যারি।

গত বছর ২৬ বছর বয়সী ক্রেজচিকোভা ফাইনালে রাশিয়ান আনাস্তাসিয়া পাভলিউচেঙ্কোভাকে হারিয়ে রোলাঁ গাঁরোয় ক্লে কোর্টের নতুন রানি হয়েছিলেন। সোমবার ফিলিপ্পে-সত্রিয়ের কোর্টেও তার শিরোপা ধরে রাখার মিশন শুরু হয়েছিল দুর্দান্ত।

ক্যারিয়ারের পঞ্চম গ্র্যান্ড স্লামে খেলতে নেমে প্রথম সেটে প্যারিকে উড়িয়ে দেন ক্রেজচিকোভা। কিন্তু সেটা ধরে রাখতে পারেননি শেষ দুই সেটে। বিশ্বের দুই নম্বর তারকাকে বিদায় করে দেন প্যারি। অথচ দ্বিতীয় সেটেও ২-০ গেমে এগিয়ে ছিলেন বর্তমান চ্যাম্পিয়ন।

আরো পড়ুন:

এদিকে দিনের শুরুতে নাওমি ওসাকা বিদায় নেন আমেরিকান আমান্ডা আনিসিমোভার কাছে ৫-৭, ৪-৬ গেমে হেরে। চারবারের গ্র্যান্ড স্লাম জয়ী গত বছর বিতর্কের ঝড় তুলে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ান। গতবার প্রেস কনফারেন্সে যেতে অস্বীকৃতি জানিয়ে তোপের মুখে পড়েছিলেন। বিষণ্নতার কারণে সাংবাদিকদের মুখোমুখি হতে চাননি বলে জানান এই জাপানি তারকা।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়