ঢাকা     মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

মুশফিক-লিটনের জন্য দুঃখ হচ্ছে মুমিনুলের

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২১, ২৭ মে ২০২২   আপডেট: ১৮:৩৬, ২৭ মে ২০২২
মুশফিক-লিটনের জন্য দুঃখ হচ্ছে মুমিনুলের

লিটনের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র নির্বাহী পরিচালক রাকিব উদ্দিন

শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্ট ড্রয়ের পর ঢাকায় জিতে সিরিজের ট্রফি নেওয়ার আশা প্রকাশ করেছিলেন মুমিনুল হক। বাংলাদেশ অধিনায়ক ব্যর্থ হলেন। দুই ইনিংসেই টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতা আর পেসারদের নির্বিষ বোলিং মিলে হতাশ করলো স্বাগতিকরা। ১০ উইকেটে হারার সঙ্গে সিরিজও হেরে গেলো বাংলাদেশ।

ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক হতাশা প্রকাশ করলেন, ‘এটা খুব হতাশাজনক। আমাদের পরিশ্রম করতে হবে, গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে আমরা ভালো করতে পারিনি। কিন্তু কিছু ইতিবাচক ব্যাপার আছে।’

প্রথম ইনিংসে ২৪ রানে ৫ উইকেট হারানোর পর বাংলাদেশ ঘুরে দাঁড়ায় লিটন দাস ও মুশফিকুর রহিমের ডাবল সেঞ্চুরির জুটিতে। ২৭২ রানের জুটি গড়ার পথে মুশফিক অপরাজিত ছিলেন ১৭৫ রানে ও লিটন করেন ক্যারিয়ার সেরা ১৪১ রান। এই দুই ব্যাটসম্যানের দারুণ প্রত্যাবর্তনকে পুঁজি করেও বাংলাদেশ মান রাখতে পারেনি।

আরো পড়ুন:

দুই ডানহাতি ব্যাটসম্যানের এই কীর্তি বিফলে যাওয়ায় দুঃখ পাচ্ছেন মুমিনুল, ‘মুশি ও লিটনের জন্য কষ্ট হচ্ছে, তারা খুব ভালো খেলেছিল। কিন্তু শ্রীলঙ্কা নতুন বল হাতে আমাদের অনেক চাপে রেখেছিল।’

আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজে সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। এই সিরিজে ভালো খেলতে হলে মানসিকভাবে শক্তিশালী হতে হবে বললেন অধিনায়ক, ‘এটা পুরোটাই মানসিক খেলার ব্যাপার, আপনি যদি মানসিকভাবে শক্তিশালী না হন, তাহলে পরের সিরিজগুলোতে ফিরে আসা খুব কঠিন। আমাদের বোলিং নিয়েও ভাবতে হবে, বিশেষ করে পেস বোলিং।’

ঢাকা/ফাহিম


সর্বশেষ

পাঠকপ্রিয়