ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

বিশ্বকাপের পর আর্জেন্টিনাকে বিদায় বলবেন ডি মারিয়া

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৮, ৩১ মে ২০২২   আপডেট: ১২:৩২, ৩১ মে ২০২২
বিশ্বকাপের পর আর্জেন্টিনাকে বিদায় বলবেন ডি মারিয়া

ব্রাজিলের বিপক্ষে ফাইনালে গোল করে আর্জেন্টিনার কোপা আমেরিকা ট্রফি জয়ের নায়ক অ্যাঞ্জেল ডি মারিয়া আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের দিনক্ষণ ঠিক করে ফেললেন। কাতারে এই বছরের বিশ্বকাপের পর জাতীয় দলের জার্সি চিরদিনের জন্য তুলে রাখবেন এই প্লেমেকার।

বুধবার ওয়েম্বলিতে ইতালির বিপক্ষে ফাইনালিসিমা খেলতে যাচ্ছে আর্জেন্টিনা। ইউরো ও কোপা আমেরিকার চ্যাম্পিয়নদের এই মহারণের আগে ডি মারিয়া তার ভবিষ্যৎ নিয়ে জানান, ‘এই বিশ্বকাপের পর সময়টা আসছে। অনেক ছেলে আছে যারা আন্তর্জাতিক পর্যায়ের, যারা দিনকে দিন আরও ভালো হচ্ছে এবং একটু একটু করে তারা প্রমাণ করছে যে তারা এই মানের।’

৩৪ বছর বয়সী ডি মারিয়া জাতীয় দলের হয়ে ১২১ ম্যাচ খেলে করেছেন ২৪ গোল। গত জুলাইয়ে ব্রাজিলের বিপক্ষে ১-০ গোলের জয়ে একমাত্র গোলটি করেন তিনি এবং ২৮ বছরে প্রথম মেজর ট্রফি জেতে আর্জেন্টিনা।

আরো পড়ুন:

এই মৌসুমে পিএসজিও ছেড়ে চলে যাচ্ছেন ডি মারিয়া। পরের মৌসুমে ক্লাব ফুটবল কোথায় খেলবেন সেই সিদ্ধান্ত নেননি। তবে গণমাধ্যমের গুঞ্জন, জুভেন্টাসে যাচ্ছেন তিনি। কিন্তু বহু বছর ধরে খেলার পর এবং যা কিছু অর্জনের তা পাওয়ার পরও আন্তর্জাতিক পর্যায়ে খেলা চালিয়ে যাওয়া হবে স্বার্থপরের মতো। ডি মারিয়া বলেন, ‘(কাতার) পরে আমি নিশ্চিতভাবে সরে দাঁড়াবো।’

নভেম্বরে শুরু হচ্ছে বিশ্বকাপ। এই টুর্নামেন্ট শুরুর আগে আর কোনো আন্তর্জাতিক বিরতি নেই। ঘরোয়া মৌসুমে ব্যস্ত থাকতে হবে ফুটবলারদের।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়