ঢাকা     বৃহস্পতিবার   ০২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ১৯ ১৪৩১

ইংলিশ প্রিমিয়ার লিগের চেয়ে বেশি আয় করে আইপিএল: সৌরভ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৮, ১২ জুন ২০২২   আপডেট: ১৯:৩২, ১২ জুন ২০২২
ইংলিশ প্রিমিয়ার লিগের চেয়ে বেশি আয় করে আইপিএল: সৌরভ

বিশ্বের সবচেয়ে ধনী ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আইপিএল। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির মতে, এটি টেক্কা দিয়েছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া ফুটবল প্রতিযোগিতা ইংলিশ প্রিমিয়ার লিগকেও।

ভারতের সাবেক অধিনায়ক বললেন, যুক্তরাজ্যের ইংলিশ প্রিমিয়ার লিগের চেয়েও বেশি আয় করে আইপিএল। ২০০৮ সাল থেকে শুরু হয়ে ২০২২-এ এই প্রতিযোগিতা উপার্জনের দিক দিয়ে বলতে গেলে ক্রিকেট বিশ্বে দাপট দেখিয়ে এগিয়ে যাচ্ছে। বর্তমানে আইপিএল টিভি ও ডিজিটাল রাইটস নিয়ে ই-নিলাম চলছে। এরই মধ্যে আগ্রহী কোম্পানিদের ডাক ৪২ হাজার কোটি রুপি ছাড়িয়ে গেছে। মানে ভবিষ্যতে আয় আরও বাড়তে যাচ্ছে আইপিএলের।

বিসিসিআই প্রেসিডেন্ট বললেন, ‘আমি খেলা বিবর্তিত হতে দেখছি, যেখানে আমার মতো খেলোয়াড় শখানেক বা হাজার টাকা উপার্জন করতো, এখন কোটি আয়ের সুযোগ। এই খেলা ভক্তরা চালায়, এই দেশের জনগণ ও বিসিসিআই, যেটা ক্রিকেট ভক্তদের নিয়ে গঠিত। এই খেলা শক্তিশালী এবং আরও বিবর্তন হতে থাকবে। আইপিএল ইংলিশ প্রিমিয়ার লিগের চেয়ে বেশি আয় করে। এটা আমাকে সুখী ও গর্বিত করে যে যে খেলাকে ভালোবাসি সেটা এত শক্তিশালী হয়ে উঠছে।’

আরো পড়ুন:

সৌরভের কাছে তার নেতৃত্ব কৌশল সম্পর্কে জানতে চাইলে বললেন, ‘আমি একটি সাধারণ ব্যাপারে বিশ্বাসী, আলাদা করে প্রত্যেককে পরিচালনা করা। আমার বিশ্বাস, দলের সফল অধিনায়ক হতে হলে প্রত্যেক সতীর্থকে শ্রদ্ধা করতে হবে যেন তারা ভালো খেলোয়াড় হতে পারে। আমার কাছে অধিনায়কত্ব হলো মাঠে দলকে এগিয়ে নেওয়া এবং নেতৃত্ব হলো একটি দল তৈরি করা। আমি শচীন, আজহার কিংবা দ্রাবিড়ের সঙ্গে কাজ করেছিলাম, তাদের সঙ্গে আমি প্রতিদ্বন্দ্বিতা করিনি। বরং, নেতা হিসেবে তাদের সহযোগিতা করেছি এবং দায়িত্ব ভাগাভাগি করেছি।’ 

ঢাকা/ফাহিম


সর্বশেষ

পাঠকপ্রিয়