ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের প্রথম তিন ব্যাটসম্যান বাছলেন গম্ভীর

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৫, ১৩ জুন ২০২২  
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের প্রথম তিন ব্যাটসম্যান বাছলেন গম্ভীর

সূর্যকুমার, কিষাণ ও রোহিত

টি-টোয়েন্টিতে সাফল্যে ব্যাটিংয়ে ভালো শুরুর বিকল্প নেই। সেক্ষেত্রে ভারতের আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম তিন ব্যাটসম্যান হিসেবে ইশান কিষাণ, রোহিত শর্মা ও সূর্যকুমার যাদবকে চান গৌতম গম্ভীর।

সবশেষ আইপিএলে ভালো ফর্মে না থাকলেও নীল জার্সিতে চলমান পাঁচ টি-টোয়েন্টির সিরিজে চমৎকার কিষাণ। এক বছর আগে অভিষেক হওয়া এই ব্যাটসম্যানের নামের পাশে ১২ টি-টোয়েন্টি শেষে রান ৩৯৯, হাফ সেঞ্চুরি তিনটি। প্রোটিয়াদের বিপক্ষে দুই ম্যাচে ৭৬ ও ৩৪ রান করেছেন।

ওপেনিংয়ে রোহিত শর্মার সঙ্গে কিষাণকে দেখতে চান গম্ভীর। আর তিন নম্বরে সূর্যকুমারকে উপযুক্ত মনে করছেন সাবেক ভারতীয় ব্যাটসম্যান, ‘আমার কাছে ইশান কিষাণ ও রোহিত শর্মা ওপেনিংয়ে এবং সূর্যকুমার যাদব তিন নম্বরে।’

সবশেষ টি-টোয়েন্টিতে যুজবেন্দ্র চাহালের ফর্ম নিয়ে কিছুটা দুশ্চিন্তা প্রকাশ করেছেন গম্ভীর। রোববার চার উইকেটে হারের ম্যাচে ৪ ওভারে ৪৯ রান খরচায় মাত্র ১ উইকেট নেন এই স্পিনার। গম্ভীর বললেন, ‘চার ওভারে যদি ৫০ রান দেয় কেউ, তাহলে দলকে জেতানোর মতো অবস্থায় রাখতে তিন উইকেট নিতে হবে। কিন্তু চার ওভারে ৪০ কিংবা ৫০ রান দিলেন এবং মাত্র এক উইকেট পেলেন, তাহলে তো সমস্যা।’

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়