আমার এখনও অনেক কিছু দেওয়ার আছে: জিদান
এক বছরেরও বেশি হয়ে গেলো চাকরি ছেড়েছেন জিনেদিন জিদান। দীর্ঘদিন তাকে ডাগআউটে না দেখায় প্রশ্ন উঠেছে, আদৌ কি কোচিংয়ে ফিরবেন ফরাসি লিজেন্ড! ৪৯ বছর বয়সী জানালেন, তার আবার কোচিংয়ে ফেরার ইচ্ছা আছে।
গত বছর মে মাসে রিয়াল মাদ্রিদ ছাড়েন জিদান। তারপর থেকে অবসর সময় কাটাচ্ছেন। অবশ্য প্যারিস সেন্ট জার্মেই ও ফ্রান্স জাতীয় দলে তার ফেরার গুঞ্জন শোনা যাচ্ছিল।
বিশেষ করে পিএসজিতে মাউরিসিও পচেত্তিনোর উত্তরসূরি হিসেবে সামনের দিকে ছিলেন জিদান। অবশ্য তাকে ছাপিয়ে দৌড়ে এগিয়ে গেছেন ক্রিস্টোফে গালতিয়ের।
তবুও সাবেক ফরাসি মিডফিল্ডার নিকট ভবিষ্যতে কোচিংয়ে ফেরার ইচ্ছা ব্যক্ত করলেন টেলিফুটকে দেওয়া সাক্ষাৎকারে।
ফুটবলে এখনও কি কিছু দেওয়ার আছে, এমন প্রশ্নে ফরাসি লিজেন্ড হাসলেন এবং জবাব দিলেন, ‘হ্যাঁ, অনেক (দেওয়ার আছে) কিংবা অন্তত কিছুটা। আমি এই পথে চালিয়ে যেতে চাই। আমার এখনও সেই অদম্য বাসনা আছে। ফুটবল, এটা আমার আবেগ।’
জিদান রিয়ালকে ২০১৬ থেকে ২০১৮ এবং ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত কোচিং করান। টানা তিনটি চ্যাম্পিয়নস লিগ জেতানোর পাশাপাশি মাদ্রিদ ক্লাবকে দুটি লা লিগা ও দুটি ক্লাব বিশ্বকাপ জেতান।
ঢাকা/ফাহিম