ঢাকা     শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৩ ১৪৩১

‘২০২৩ বিশ্বকাপে আমাদের চারজনের ক্যারিয়ার শেষ হতে পারে’

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:৩৭, ১৪ জুলাই ২০২২   আপডেট: ০১:৩৮, ১৪ জুলাই ২০২২
‘২০২৩ বিশ্বকাপে আমাদের চারজনের ক্যারিয়ার শেষ হতে পারে’

তামিম ইকবাল হাসছেন। হাসার তো অনেক কারণ-ই আছে। দল জিতেছে। সিরিজ নিশ্চিত হয়েছে। নিজে ফিফটি পেয়েছেন। দলের বোলিং ভালো হয়েছে। ব্যাটিংও ভালো হয়েছে। সব মিলিয়ে গায়ানার প্রভিডেন্সে ভালো দিন কেটেছে বাংলাদেশের। 

কিন্তু তামিমের মুখে ওই হাসির আরেকটি বড় কারণ আছে, ‘আমরা টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ হেরেছিলাম। ড্রেসিংরুমে কেউ ভালো অবস্থায় ছিল না। সবাই জিততে চেয়েছে (ওয়ানডে) । এই ফল তাই আনন্দ দিচ্ছে।’ 

ওয়ানডে সিরিজ শুরুর আগে বাংলাদেশের ড্রেসিংরুম হাসিখুশি পরিবার ছিল না। টেস্ট সিরিজে অসহায় আত্মসমর্পণের পর টি-টোয়েন্টিতেও হতশ্রী পারফরম্যান্স। তবে একজন সেই ড্রেসিংরুমে হাসি ফোটানোর কথা বলেছিলেন, দলনেতা তামিম ইকবাল। দলীয় বৈঠকে সাফ জানিয়েছিলেন, এই ফরম্যাটে সবাই যেন গর্ব খুঁজে মাঠে নামে। তামিম নিজেও ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বলেছিলেন, ‘এটা এমন একটা ফরম্যাট যেখানে আমরা স্বাচ্ছন্দ্য খুঁজে পাই, আমরা গর্ব খুঁজে পাই।’ 

আরো পড়ুন:

সেই স্বাচ্ছন্দ্যের ফরম্যাটেই তামিম অসাধারণ নেতৃত্ব দিয়ে দলকে জিতিয়েছেন। অসুখী পরিবারকে সুখী করেছেন। খাদের কিনারা থেকে দলকে উদ্ধার করে যখন গোটা ড্রেসিংরুমে আনন্দ ফিরিয়েছেন তখন অধিনায়কের মুখে চওড়া হাসি একদমই স্বাভাবিক।

ওয়ানডেতে ভালো করায় তামিমের বেশ সুসময় যাচ্ছে। তার নেতৃত্বে শুধু এ বছরই টানা পাঁচটি সিরিজ জিতেছে বাংলাদেশ। ওয়ানডে সুপার লিগেও বাংলাদেশ খুব ভালো অবস্থানে আছে। তবে দলনেতার লক্ষ্য আরো উচুঁতে। ২০২৩ বিশ্বকাপে চোখ রেখে সেরা কম্বিনেশন সাজানো এবং সেই মোতাবেক পারফর্ম করা। পাশাপাশি জানিয়ে রেখেছেন, ২০২৩ বিশ্বকাপ হতে পারে তাদের চারজনের (তামিম, সাকিব, মুশফিক ও মাহমুদউল্লাহ) থেমে যাওয়ার মঞ্চ। 

পুরস্কার বিতররণী মঞ্চে তামিম বলেন, ‘২০২৩ বিশ্বকাপ সম্ভবত আমাদের সবার জন্য সবচেয়ে বড় ইভেন্টের একটি হবে। বিশেষ করে আমাদের চারজনের, (আমি, সাকিব, মুশফিকুর এবং মাহমুদউল্লাহ) যাদের সম্ভবত সেখানেই শেষ হবে (ক্যারিয়ার) । আমাদের সম্ভাব্য সর্বোত্তম সমন্বয় তৈরি করতে হবে এবং দলকে এগিয়ে যেতে হবে।’

ঢাকা/ইয়াসিন


সর্বশেষ

পাঠকপ্রিয়