ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

পরীক্ষা-নিরীক্ষার এই তো সুযোগ

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫২, ১৪ জুলাই ২০২২   আপডেট: ০২:৫১, ১৬ জুলাই ২০২২
পরীক্ষা-নিরীক্ষার এই তো সুযোগ

গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে বাংলাদেশ প্রত্যাশিত ফল পেয়েছে বলেই বিশ্বাস করেন হাবিবুল বাশার সুমন। কারণটা তার মুখ থেকেই শুনুন, ‘ওখানকার কন্ডিশন, আবহাওয়া অনেকটাই আমাদের মতো। তাই বাড়তি সুবিধা পাওয়া যায়।’ 

হাবিবুল বাশারের গায়ানায় খেলার অভিজ্ঞতা আছে। ২০০৭ বিশ্বকাপে তার নেতৃত্বে বাংলাদেশ হারিয়েছিল দক্ষিণ আফ্রিকাকে। এবার তাই গায়ানায় তিন ওয়ানডে দেখে হাবিবুলের বিশ্বাস বেড়ে গিয়েছিল, ‘ওয়ানডেতে আমরা এমনিতেই ভালো দল। গায়ানার কন্ডিশন আমাদের জন্য সুইটেবল দেখে বিশ্বাস ছিল ওরা ভালো করবে। বোলাররা যেভাবে ভালো করেছে তাতে বোঝা যাচ্ছে আমরা কন্ডিশনের পূর্ণ ব্যবহার করতে পেরেছি।’ 

আইসিসি ওয়ানডে সুপার লিগ চালু হওয়ার পর প্রতিটি ওয়ানডের আলাদা গুরুত্ব রয়েছে। তবে ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশের এই সিরিজ আইসিসির সুপার লিগের অংশ নয়। র‌্যাংকিংয়েও খুব একটা প্রভাব রাখছে না। প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করা বাংলাদেশ মাত্র ২ রেটিং পয়েন্ট পেয়েছে। শেষ ম্যাচ জিতলে পাবে এক রেটিং পয়েন্ট। যা র‌্যাংকিংয়ে খুব একটা প্রভাব পড়বে না। তাই তো শেষ ম্যাচটি পরীক্ষা-নিরীক্ষার বড় সুযোগ দেখছেন বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবাল। 

আরো পড়ুন:

ম্যাচ শেষে গায়ানাতেই তামিম জানিয়েছেন, শেষ ম্যাচে বেঞ্চ পরীক্ষা করবেন তিনি। বাংলাদেশের কোচ রাসেল ডমিঙ্গোও একই কথা বলেছেন, ‘শেষ ম্যাচটি আমাদের জন্য একটা দিক থেকে গুরুত্বপূর্ণ। এতদিনে এত গুরুত্বপূর্ণ সব ওয়ানডে সিরিজ খেলেছি, যেখানে পয়েন্ট খুব জরুরি। দলে পরিবর্তনের কথা খুব একটা ভাবনায় আনা যায়নি। তবে এখানে সুযোগ আছে পরখ করার। কারণ ২০২৩ বিশ্বকাপে তাকিয়ে কিছু ক্রিকেটারকে দেখে নেওয়ার ব্যাপার আছে।’ 

এর আগে তামিম বলেছিলেন, ‘২০২৩ বিশ্বকাপের আগে আমাদের সর্বোত্তম কম্বিনেশন সেট করা জরুরি। তখন যারা খেলেনি বা যাদেরকে নিয়ে আমরা অনেক দিন ধরে ঘুরছি, তাদের সুযোগ দেওয়া উচিত। এটির জন্য আমারও এক-দুই ম্যাচ মিস করতে হলে, ইটস ফাইন। কোনো সমস্যা নেই।’ 

নির্বাচকের দায়িত্ব পালন করা হাবিবুল বাশারও একই কথা বললেন, ‘টিম ম্যানেজমেন্ট ভালো পথেই এগোচ্ছে। যারা নিয়মিত পারফর্মার তাদেরকে বিশ্রাম দেওয়া খারাপ কিছু নয়। আমরা এই ফরম্যাটে যেহেতু ধারাবাহিক, আমরা জানি কারা পারফর্ম করছে, কাদের সুযোগ দিয়ে পরীক্ষা করা উচিত। টিম ম্যানেজমেন্ট ওখানে থেকে অবশ্যই সেরা সিদ্ধান্তই নেবে।’ 

প্রথম দুই ম্যাচে খেলার সুযোগ পাননি এনামুল হক বিজয়, তাইজুল ইসলাম ও ইবাদত হোসেন চৌধুরী। ঢাকা প্রিমিয়ার লিগে এগারশর বেশি রান করা এনামুলের শেষ ম্যাচে সুযোগ হচ্ছে নিশ্চিত। তামিম নিজে সরে দাঁড়ানোর কথা বললেও টিম ম্যানেজমেন্ট বিশ্রাম দিতে পারে লিটনকে। এছাড়া শান্ত, মাহমুদউল্লাহ, আফিফ, মোসাদ্দেক দলে টিকে যাবেন। 

পেস বোলিংয়ে রদবদল আসতে পারে। মোস্তাফিজুর রহমানকে বিশ্রাম দিয়ে তাসকিনকে ফেরানো হতে পারে। নাসুম মাত্রই দুই ম্যাচ খেলায় তাইজুলকে আরেকটু অপেক্ষা করতে হতে পারে।

ঢাকা/ইয়াসিন/ফাহিম


সর্বশেষ

পাঠকপ্রিয়