ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

কোনো পরীক্ষা-নিরীক্ষা নয়, ১০ বছর পর একাদশে এক পেসার 

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৫, ১৬ জুলাই ২০২২   আপডেট: ১৯:৫০, ১৬ জুলাই ২০২২
কোনো পরীক্ষা-নিরীক্ষা নয়, ১০ বছর পর একাদশে এক পেসার 

তামিম ইকবাল কি তাহলে ফাঁকা বুলি ছুঁড়েছিলেন! দ্বিতীয় ওয়ানডে জয়ের পরপরই গণমাধ‌্যমে বলেছিলেন, শেষ ম‌্যাচে বেঞ্চ পরীক্ষা করবেন। অধিনায়কের সাফ ঘোষণা ছিল, বেঞ্চের ক্রিকেটারদের সুযোগ দিতে যদি নিজের সরে যেতে আপত্তি নেই। 

অথচ শনিবার তৃতীয় ওয়ানডেতে কোনো পরীক্ষা-নিরীক্ষাই করলো না বাংলাদেশ। উল্টো কন্ডিশন, উইকেটের সঙ্গে মিল রেখে একজন পেসার কমিয়ে বাড়তি স্পিনার নিয়ে মাঠে নেমেছে টাইগাররা। শরিফুল ইসলামের পরিবর্তে তাইজুল ইসলামকে দলে নিয়েছেন তামিম। 

কেন এমনটা করলো বাংলাদেশ? টসের সময় তামিম বলেছেন, ‘এই ধরণের উইকেটে আপনি কোনো খেলোয়াড়কে মূল‌্যায়ন করতে পারবেন না। কারণ, এখানে স্পিনারদের জন‌্য অনেক কিছু রয়েছে। ব‌্যাটসম‌্যানদের জন‌্য কিছুই নেই। আমাদের যেরকম উইকেট দেওয়া হয়েছে সেটা নিয়েই খেলতে হবে। এজন‌্য আমরা পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামছি। শুধুমাত্র একটি পরিবর্তন আনা হয়েছে। শরিফুল ম‌্যাচটা মিস করতে যাচ্ছে। আমরা বাড়তি একজন স্পিনার নিয়ে খেলছি।’

আরো পড়ুন:

একাদশে একমাত্র পেসার মোস্তাফিজুর রহমান। ১০ বছর পর এক পেসার নিয়ে ওয়ানডেতে মাঠে নেমেছে বাংলাদেশ। ২০১২ সালের ৮ ডিসেম্বর মিরপুরে এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ এক পেসার নিয়ে সবশেষ মাঠে নেমেছিল।

বাংলাদেশ যে পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামবে তা আগাম ধারণা দিয়ে রেখেছিলেন কোচ রাসেল ডমিঙ্গো। গতকাল ম‌্যাচের আগে ডমিঙ্গো বলেছিলেন, ‘উইকেট এবং কন্ডিশন বিবেচনায় আমরা বাড়তি একজন স্পিনার নিয়ে খেলছি। এ অবস্থায় একজন বাড়তি পেসার নিয়ে খেলা কঠিন। তাদের জন্য এখানের উইকেটে কিছুই নেই। আপনি সব সময়ই চাইবেন, দলের সবাই যেন ম্যাচ খেলার সুযোগ পায়। কিন্তু আপনাকে কন্ডিশন বিবেচনা করে আদর্শ কম্বিনেশন দাঁড় করাতে হবে। তাই কাল (আজ) খুব বেশি পরিবর্তনের সুযোগ নেই।’

সুযোগ পাওয়া তাইজুল সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০২০ সালের মার্চে, জিম্বাবুয়ের বিপক্ষে। তবে আলোচিত এনামুল হক বিজয়কে না খেলানো স্রেফ বিস্ময়করই বটে। ঢাকা লিগের ১১০০-এর বেশি রান করে দলে ফিরলেও খেলার সুযোগ মেলেনি তিন ওয়ানডেতে। ডমিঙ্গো তাকে নিয়ে বলেছিলেন, ‘সিদ্ধান্তটা জটিল (বেঞ্চ পরীক্ষা হবে কিনা)। সত্যি বলতে, আমি বিজয়কে খেলতে দেখতে চাই। কিন্তু তাকে নিলে আরেকজন ডানহাতি ব্যাটসম্যান লাইনআপে চলে আসে। আমি অনুভব করছি, আমাদের প্রতিপক্ষের বোলিং লাইনআপ বিবেচনায় একজন বাঁহাতি ব্যাটসম্যান প্রয়োজন। এজন্য ব্যাটিং লাইনআপে খুব বেশি পরিবর্তনের সুযোগ দেখি না। সেই একমাত্র ব্যাটসম্যান যে কিনা এখনও পঞ্চাশ ওভারের ম্যাচ খেলেনি। কারণ, সে ডানহাতি ব্যাটসম্যন। আমি যতটা সম্ভব ব্যাটিং লাইনআপে বাঁহাতি ব্যাটসম্যানকে চাচ্ছি।’

ইয়াসিন/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়