ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৩ ১৪৩১

শারজা ওয়ারিয়র্সে মঈন, নবী, ওকস

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৬, ১৯ আগস্ট ২০২২  
শারজা ওয়ারিয়র্সে মঈন, নবী, ওকস

প্রথম আন্তর্জাতিক লিগ টি-টোয়েন্টির জন্য শারজা ওয়ারিয়র্স ১৪ জন আন্তর্জাতিক খেলোয়াড়ের সঙ্গে চুক্তি সেরে ফেলেছে। মঈন আলী, ডেভিড মালান, এভিন লুইস, মোহাম্মদ নবী ও ক্রিস ওকসকে নিয়েছে তারা।

ইংল্যান্ডের অলরাউন্ডার মঈনকে দলে ভিড়িয়েছে দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগের দল জোহানেসবার্গ সুপার কিংস, যে দল আইপিএলের ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংসেরও মালিকানাধীন।

আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে প্রায় একই সময়ে চলবে আমিরাত ও দক্ষিণ আফ্রিকার লিগ। এছাড়া ইংল্যান্ডের দক্ষিণ আফ্রিকা সফরও আছে, সেখানে তিন ওয়ানডের দলে মঈনকে প্রত্যাশা করা হচ্ছে। শেষ পর্যন্ত এই তারকাকে কোন জার্সিতে দেখা যায় সেটারই অপেক্ষা।

আরো পড়ুন:

১৪ জনের ঘোষিত দলে অন্য আন্তর্জাতিক খেলোয়াড় হলেন নুর আহমদ, রহমানউল্লাহ গুরবাজ, নাভিন উল হক, টম কোহলার-ক্যাডমোর, ক্রিস বেঞ্জামিন, ড্যানি ব্রিগস, মার্ক ডেয়াল, বিলাল খান ও জেজে স্মিট।

শারজা ওয়ারিয়র্স: মঈন আলী, ডেভিড মালান, এভিন লুইস, মোহাম্মদ নবী, ক্রিস ওকস, নুর আহমদ, রহমানউল্লাহ গুরবাজ, নাভিন উল হক, টম কোহলার-ক্যাডমোর, ক্রিস বেঞ্জামিন, ড্যানি ব্রিগস, মার্ক ডেয়াল, বিলাল খান ও জেজে স্মিট।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়