ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

বিবিএল ড্রাফটের ৪৩ ক্রিকেটারকে এনওসি দিলো পিসিবি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৮, ২২ আগস্ট ২০২২  
বিবিএল ড্রাফটের ৪৩ ক্রিকেটারকে এনওসি দিলো পিসিবি

বিগ ব্যাশ লিগের (বিবিএল) বিদেশি ড্রাফটে পাকিস্তানি ক্রিকেটারদের নাম তালিকাভুক্ত হওয়ার পর তাদের অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। কয়েক সপ্তাহ আগে বোর্ড জানিয়েছিল, আসন্ন বিবিএলে অংশ নিতে চাওয়া কোনও পাকিস্তানি খেলোয়াড়কে  এনওসি দেবে না তারা।

প্রথম ড্রাফটের তালিকায় ৯৮ জন বিদেশি খেলোয়াড় নাম নিবন্ধন করলেও সেখানে ছিল না পাকিস্তানের কোনও খেলোয়াড়। মনোনীত নতুন তালিকায় প্লাটিনাম ক্যাটাগরিতে উঠেছে অলরাউন্ডার শাদাব খানের নাম, যেখানে তার সঙ্গে আছেন ট্রেন্ট বোল্ট, আন্দ্রে রাসেল, জেসন রয়ের মতো তারকারা।

পাকিস্তানের ক্রিকেটারদের বহরে আরও আছেন মোহাম্মদ আমির, সরফরাজ আহমেদ, মোহাম্মদ হাফিজ, উমর আকমল, কামরান আকমল ও ওয়াহাব রিয়াজ।

আরো পড়ুন:

তিন ফরম্যাটেই খেলা বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহীন শাহ আফ্রিদিরা এই তালিকায় নেই। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে ইংল্যান্ড, নিউ জিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে ব্যস্ত মৌসুম কাটাবেন তারা। এরপর শুরু হবে পাকিস্তান সুপার লিগ।

ড্রাফটে মনোনীত খেলোয়াড়দের বেশিরভাগকেই যে পাকিস্তানের আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যাবে না সেটা নিশ্চিত। এমনকি বিবিএলের সঙ্গে সাংঘর্ষিক সূচির কারণে প্রথম শ্রেণির টুর্নামেন্ট কায়েদ-ই-আজম ট্রফিতেও অংশ নেবেন না তারা।

আসিফ আলী, শাহনওয়াজ দাহানি ও শাদাবকে বিবিএলের শুরুর দিকে দেখা যেতে পারে। কারণ পাকিস্তানের সীমিত ওভারের স্কোয়াডে তাদের জায়গা বলতে গেলে নিশ্চিত। 

এদিকে প্রথম পাকিস্তানি খেলোয়াড় হিসেবে সংযুক্ত আরব আমিরাতের টি-টোয়েন্টি লিগে চুক্তি করা আজম খান এই প্রতিযোগিতায় অংশ নিতে এনওসির অপেক্ষায়।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়