ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

বিদায়ের মঞ্চে জয়ে শুরু সেরেনার

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪২, ৩০ আগস্ট ২০২২   আপডেট: ১২:৫৮, ৩০ আগস্ট ২০২২
বিদায়ের মঞ্চে জয়ে শুরু সেরেনার

ইউএস ওপেন দিয়ে প্রাচুর্যময় এক ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন সেরেনা উইলিয়ামস। ঘরের মাঠে তৈরি বিদায়ের মঞ্চ, যেখানে পারফর্ম করার সময়টা আরও বাড়ালেন ২৩ বারের গ্র্যান্ড স্লাম জয়ী।

নিউ ইয়র্কে রাতের খেলায় মন্টেনিগ্রোর ডানকা কোভিনিচকে ৬-৩, ৬-৩ গেমে হারিয়েছেন সেরেনা। আর্থার অ্যাশে স্টেডিয়ামে দেশের আইডলকে উৎসাহ দিতে উপস্থিত ছিলেন প্রায় ২৫ হাজার দর্শক।

৪০ বছর বয়সী সেরেনা দ্বিতীয় রাউন্ডে বুধবার খেলবেন এস্তোনিয়ান দ্বিতীয় বাছাই অ্যানেট কোন্তাভেইটের বিপক্ষে।

আরো পড়ুন:

সর্বকালের রেকর্ড গ্র্যান্ড স্লাম জয়ী অস্ট্রেলিয়ান মার্গারেট কোর্টের চেয়ে মাত্র একটি ট্রফি পেছনে সেরেনা। তাকে ছুঁতে পারেন কি না সময় বলে দেবে।

ঢাকা/ফাহিম


সর্বশেষ

পাঠকপ্রিয়