কোহলির কুর্নিশে আপ্লুত সূর্যকুমার
‘এক রাজা কুর্নিশ করা মানে তিনি একজন উত্তরসূরি খুঁজে পেয়েছেন।’, ভারতের ইনিংস শেষে সূর্যকুমার যাদবকে বিরাট কোহলি কুর্নিশ করার পর এমন মন্তব্য করলেন এক নেটিজেন। আর যাকে কেন্দ্র করে ভারতের অন্যতম সেরা ব্যাটসম্যানের এই অঙ্গভঙ্গি, তিনি তো হতবাক। এমন হৃদয় উষ্ণ করা অভিজ্ঞতা জীবনেও হয়নি বললেন ম্যাচসেরা খেলোয়াড়।
১৩তম ওভার শেষ হতেই ভারতের নেই ৯৪ রানে ২ উইকেট। বলে বলে রান তুলতে থাকলেন কোহলি ও সূর্যকুমার। হঠাৎ করেই আগ্রাসী হয়ে উঠলেন এই জুটি। শেষ চার ওভারে তারা তোলেন এই ফরম্যাটের তৃতীয় সর্বোচ্চ ৭৮ রান। ৯৮ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ার পথে মাত্র ২৬ বলে ৬টি করে ছয় ও চারে ৬৮ রানে অপরাজিত থাকেন সূর্যকুমার। শেষ ওভারে ৪ ছক্কা মেরে তোলেন ২৬ রান।
ভারতের ইনিংস শেষ হতে মাঠ থেকে বের হওয়ার সময় সূর্যকুমারকে কুর্নিশ করেন কোহলি, যিনি ৪৪ বলে ৩ ছয় ও ১ চারে ৫৯ রানে অপরাজিত ছিলেন। ম্যাচ শেষে তরুণ ব্যাটসম্যান তার বিস্ময় লুকাননি, ‘ইনিংস বিরতিতে বিরাট কোহলির অঙ্গভঙ্গি (কুর্নিশ) ছিল খুবই হৃদয়গ্রাহী। আমি কখনও এমন অভিজ্ঞতা লাভ করিনি, আমি আশ্চর্য হচ্ছিলাম যে কেন তিনি ড্রেসিংরুমে গেলেন না। তিনি আমার পেছনে হাঁটছিলেন, আমি তাকে আমার পাশাপাশি হাঁটতে বলছিলাম।’
ক্রিজে কোহলির পরামর্শেই এমন আগ্রাসী হয়ে উঠেছিলেন বললেন ডানহাতি ব্যাটসম্যান, ‘পরিস্থিতি এমন ছিল যে আমাকে এভাবে (আগ্রাসী) ব্যাটিং করতে হতো। শুরুতে উইকেট ছিল মন্থর, কিন্তু ক্রিজে গেলাম তার পরই বিরাট ভাই আমাকে আমার মতো খেলতে বললেন। আমার পরিকল্পনা ছিল স্বাভাবিক খেলা খেলে যাওয়ার। আমি সেটাই করেছি এবং উপভোগ্য ছিল।’
ঢাকা/ফাহিম