ঢাকা     মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪ ||  কার্তিক ২১ ১৪৩১

গ্র্যান্ড স্লামে বছরের প্রথম হার নাদালের

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৩, ৬ সেপ্টেম্বর ২০২২   আপডেট: ০৯:১৯, ৬ সেপ্টেম্বর ২০২২
গ্র্যান্ড স্লামে বছরের প্রথম হার নাদালের

ইউএস ওপেনে ভুগছিলেন শুরু থেকে। তারপরও দাপট দেখিয়ে ধাপে ধাপে পার হয়েছেন তৃতীয় রাউন্ডের বাধা। কিন্তু পারলেন না শেষ ষোলো উতরে যেতে। এই বছর গ্র্যান্ড স্লামে প্রথম হারের অভিজ্ঞতা হলো রাফায়েল নাদালের। আমেরিকান তরুণ ফ্রাঙ্কেস টিয়াফোর কাছে হেরে ইউএস ওপেন থেকে বিদায় নিলেন ২২ বারের গ্র্যান্ড স্লাম জয়ী।

সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লামের রেকর্ড আরেকটু বাড়ানো হলো না নাদালের। ২৩তম গ্র্যান্ড স্লামের খোঁজে ইউএস ওপেনে নেমে থামতে হলো চতুর্থ রাউন্ডে। ২২তম বাছাইয়ের কাছে ৬-৪, ৪-৬, ৬-৪, ৬-৩ গেমে হেরেছেন চারবারের চ্যাম্পিয়ন।

টিয়াফোর মুখোমুখি হওয়ার আগে এই বছর গ্র্যান্ড স্লামে নাদালের জয় হারের ব্যবধান ছিল ২২-০। অস্ট্রেলিয়ান ওপেন ও ফ্রেঞ্চ ওপেন জেতেন ৩৬ বছর বয়সী স্প্যানিশ তারকা। উইম্বলডনে কোয়ার্টার ফাইনাল জয়ের পর পেটের ইনজুরি নিয়ে সরে দাঁড়ান।

আরো পড়ুন:

ওই চোট ইউএস ওপেনের প্রস্তুতিতে বড় বাধা হয়ে দাঁড়ায় নাদালের জন্য। কেবল সিনসিনাতি ওপেনে একটি ম্যাচ খেলেন এবং হেরে যান বোর্না কোরিকের কাছে। একটি ম্যাচ খেলে ফ্ল্যাশিং মিডোসে পা রাখেন, কিন্তু কোর্টে প্রায় সময় ছিলেন অস্বস্তিতে। বিশেষ করে দ্বিতীয় রাউন্ডে ফ্যাবিও ফগনিনির বিপক্ষে নিজের সেরাটা দিতে পারেননি। টিয়াফোর বিপক্ষেও ছিলেন না স্বাচ্ছন্দ্যে।

টিয়াফো সুযোগটা ভালোভাবে কাজে লাগিয়ে সফল। নাদালের ব্যাকহ্যান্ড নেটে আটকাতেই মাথায় দিলেন হাত, চেহারায় অবিশ্বাস। বিশ্বাসই হচ্ছিল না নাদালকে হারিয়ে দিয়েছেন। আর্থার অ্যাশে স্টেডিয়ামে দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেছেন, ‘আজ বিশেষ কিছু ঘটে গেলো। আমি জানি না কী বলবো, আমি খুব খুশি। তিনি সর্বকালের অন্যতম সেরা একজন এবং আমি খেলেছি অবিশ্বাস্য।’ সেমিফাইনালে ওঠার লড়াইয়ে তার প্রতিপক্ষ রাশিয়ান নবম বাছাই আন্দ্রে রুবলেভ।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়