ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

টেনিসকে বিদায় ফেদেরারের

|| রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৭, ১৫ সেপ্টেম্বর ২০২২  
টেনিসকে বিদায় ফেদেরারের

টেনিসকে বিদায় জানিয়েছেন রজার ফেদেরার। টুইটারে এক পোস্টে তিনি এ ঘোষণা দিয়েছেন।

আগামী সপ্তাহে লন্ডনে অনুষ্ঠেয় ল্যাভার কাপই হতে যাচ্ছে ৪১ বছর বয়সী ফেদেরারের সর্বশেষ পেশাদার টুর্নামেন্ট। 

২০ বারের গ্রান্ড স্ল্যাম বিজয়ী ফেদেরার গত তিন বছর ধরে হাঁটুর সমস্যায় ভুগছিলেন। সুস্থ হওয়ার পরেই তিনি এই অবসরের ঘোষণা দিলেন।

টুইটারে পোস্ট করা এক চিঠিতে ফেদেরার বলেছেন, ‘আমার টেনিস পরিবার এবং এর বাইরে যারা আছেন। বছরের পর বছর ধরে টেনিস আমাকে যে সব উপহার দিয়েছে, তার মধ্যে সবচেয়ে বড় নিঃসন্দেহে, সেসব মানুষ যাদের সঙ্গে আমি দেখা করেছি: আমার বন্ধুরা, আমার প্রতিযোগীরা এবং বেশিরভাগ ভক্ত যারা খেলাটিকে প্রাণ দিয়েছেন,  আজ আমি আপনাদের সবার সাথে কিছু বিষয় শেয়ার করতে চাই।’

তিনি বলেছেন, ‘আপনারা অনেকেই জানেন, গত তিন বছর আমাকে আঘাত ও অস্ত্রোপচারের মতো চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। আমি সম্পূর্ণ প্রতিযোগিতামূলক ফর্মে ফিরে আসার জন্য কঠোর পরিশ্রম করেছি। কিন্তু আমি আমার শরীরের ক্ষমতা ও সীমা জানি এবং ইদানীং আমার কাছে এর বার্তা স্পষ্ট হয়েছে। আমার বয়স ৪১ বছর। আমি ২৪ বছরে দেড় হাজারেরও বেশি ম্যাচ খেলেছি।  টেনিস আমাকে আমার কল্পনার চেয়েও বেশি কিছু দিয়েছে। এখন আমার ক্যারিয়ারের ইতি টানার সময় হয়ে এসেছে। আগামী সপ্তাহে লন্ডনের ল্যাভার কাপ হবে আমার শেষ এটিপি টুর্নামেন্ট। ভবিষ্যতে আমি অবশ্যই আরও টেনিস খেলব, কিন্তু কোনো গ্রান্ড স্ল্যাম কিংবা আন্তর্জাতিক টুর্নামেন্ট নয়।’
 

ঢাকা/শাহেদ


সর্বশেষ

পাঠকপ্রিয়