ঢাকা     মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

‘অবসর ক্লাবে স্বাগতম’

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২০, ১৬ সেপ্টেম্বর ২০২২   আপডেট: ১১:২৮, ১৬ সেপ্টেম্বর ২০২২
‘অবসর ক্লাবে স্বাগতম’

হুট করে জানিয়ে দিলেন, চলতি মাসে হতে যাওয়া লেভার কাপই জীবনের শেষ এটিপি ট্যুর ইভেন্ট। রজার ফেদেরারের এমন ঘোষণায় হতবাক গোটা বিশ্ব। তারই টেনিস অঙ্গনের আরেক গ্রেট সেরেনা উইলিয়ামস অবসর নিয়েছেন, এবার সেই ক্লাবে সঙ্গী হিসেবে পেয়ে গেলেন সুইশ কিংবদন্তিকে। ফেদেরারের উদ্দেশ্যে সেরেনা বললেন, ‘অবসর ক্লাবে স্বাগতম’।

২০ বারের গ্র্যান্ড স্লাম জয়ীর অবসর ঘোষণায় তাকে নিয়ে আবেগঘন পোস্ট দিয়েছেন সেরেনা, ‘এটা বলার জন্য আমি উপযুক্ত উপায় খুঁজছিলাম, সবার কাছে তুমি এই খেলাকে অলঙ্কৃত করেছ, দারুণভাবে, ঠিক তোমার ক্যারিয়ারের মতো। আমি সবসময় তোমার দিকে দৃষ্টি দিয়েছি এবং প্রশংসা করেছি।’

একই পথের পথিক দুজন বললেন সেরেনা, ‘আমাদের পথ সবসময় ছিল একই রকম, অনেক বেশি মিল। তুমি লাখ লাখ মানুষকে অনুপ্রাণিত করেছ, আমাকেও। আমরা কখনও ভুলবো না। তোমাকে সাধুবাদ জানাই এবং ভবিষ্যতে তোমার কাজ দেখতে অধীর অপেক্ষায়। অবসর ক্লাবে স্বাগতম। রজার ফেদেরার হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ।’

আরো পড়ুন:

সেরেনার বোন ভেনাস উইলিয়ামস বলেছেন, ‘সর্বকালের সেরা। তোমাকে মিস করবো রজার ফেদেরার।’

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়