ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৩ ১৪৩১

এমআই এমিরেটসের প্রধান কোচ শেন বন্ড

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৫, ১৭ সেপ্টেম্বর ২০২২  
এমআই এমিরেটসের প্রধান কোচ শেন বন্ড

আসন্ন সংযুক্ত আরব আমিরাতের টি-টোয়েন্টি লিগের দল এমআই এমিরেটসের প্রধান কোচ হয়েছেন নিউ জিল্যান্ডের সাবেক পেস তারকা শেন বন্ড। একই ফ্র্যাঞ্চাইজির আইপিএল দল মুম্বাই ইন্ডিয়ান্সের বর্তমান বোলিং কোচও তিনি।

শনিবার বন্ডকে প্রধান কোচের দায়িত্ব দেওয়ার পাশাপাশি পার্থিব প্যাটেলকে ব্যাটিং কোচ ও বিনয় কুমারকে বোলিং ঘোষণা করা হয়। দুজনই মুম্বাই ইন্ডিয়ান্সের ট্যালেন্ট স্কাউটসের সদস্য। মুম্বাই ইন্ডিয়ান্সের সাবেক অলরাউন্ডার জেমস ফ্রাঙ্কলিন আমিরাত লিগে দলটির ফিল্ডিং কোচ।

সংযুক্ত আরব আমিরাত ক্রিকেটে প্রচুর অভিজ্ঞতাসম্পন্ন রবিন সিং এমআই এমিরেটসের জেনারেল ম্যানেজার অব ক্রিকেট।

আরো পড়ুন:

মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়াও বেশ কয়েকটি দলের কোচিং সেটআপে ছিলেন বন্ড। নিউ জিল্যান্ডের বোলিং কোচের দায়িত্ব পালন করেন। এছাড়া বিবিএলে সিডনি থান্ডারের প্রধান কোচ ছিলেন ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত। এছাড়া ইংল্যান্ড দলের বোলিং কনসালট্যান্ট হিসেবেও কাজ করার অভিজ্ঞতা আছে। 
 

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়