বিপিএলে দেশিদের সর্বোচ্চ ৮০ লাখ, বিদেশিদের ৮০ হাজার ডলার
ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম
আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ক্রিকেটারদের পারিশ্রমিক নির্ধারণ করেছে গভর্নিং কাউন্সিল। দেশি ও বিদেশিদের আলাদা পারিশ্রমিক নির্ধারণ করা হয়। সর্বোচ্চ ক্যাটাগরির দেশি ক্রিকেটাররা পাবেন ৮০ লাখ টাকা। আর বিদেশি ক্রিকেটাররা পাবেন সর্বোচ্চ ৮০ হাজার ডলার।
সোমবার (২৬ সেপ্টেম্বর) বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল ও কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক সাংবাদিকদের বিষয়গুলো নিশ্চিত করেন।
ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে তিন ভেন্যুতে ম্যাচগুলো হবে। মোট ৪৬টি ম্যাচ হবে। এবার থাকছে না কোনো আইকন ক্রিকেটার। তবে সরাসরি চুক্তিতে একজন ক্রিকেটার দলে অন্তর্ভূক্ত করা যাবে। এর বাইরে ৭ ক্যাটাগরিতে প্লেয়ার্স ড্রাফট থেকে ক্রিকেটার কিনতে হবে।
দেশিদের সর্বোচ্চ ক্যাটাগরি ‘এ’, সর্বনিম্ন ‘জি’। ক্যাটাগরির ক্রমানুসারে সর্বোচ্চ ৮০ লাখ ও সর্বনিম্ন ৫ লাখ টাকা পারিশ্রমিক। বিদেশি ‘এ’ ক্যাটাগরির ক্রিকেটারের পারিশ্রমিক ৮০ হাজার মার্কিন ডলার।
ড্রাফটে ‘এ’ গ্রেড ৮০ লাখ, ‘বি’ গ্রেড ৫০ লাখ, ‘সি’ গ্রেড ৩০ লাখ, ‘ডি’ গ্রেড ২০ লাখ, ‘ই’ গ্রেড ১৫ লাখ, ‘এফ’ গ্রেড ১০ লাখ, ‘জি’ গ্রেডের খেলোয়াড়ের মূল্য থাকবে ৫ লাখ টাকা।
এর আগে গতকাল চূড়ান্ত হওয়া ৭টি ফ্র্যাঞ্চাইজির নাম ঘোষণা করে বিপিএল গভর্নিং কাউন্সিল। তাদের আগামী ২ সপ্তাহের মধ্যে গ্যারান্টি মানি (প্রায় ১০ কোটি) জমা দিয়ে নিজেদের ফ্র্যাঞ্চাইজি নিশ্চিত করতে হবে।
রিয়াদ/আমিনুল