হালান্ড-ফোডেনের হ্যাটট্রিকে ডার্বি জিতলো ম্যানসিটি
মৌসুমের প্রথম ম্যানচেস্টার ডার্বিতে ম্যানইউকে উড়িয়ে দিয়েছে ম্যানসিটি। রোববার রাতে ইতিহাদ স্টেডিয়ামে আর্লিং হালান্ড ও ফিল ফোডেনের জোড়া হ্যাটট্রিকে জয় পেয়েছে ৬-৩ ব্যবধানে।
অষ্টম ম্যাচে এটা ম্যানসিটির ষষ্ঠ জয়। অন্যদিকে সপ্তম ম্যাচে ম্যানইউর তৃতীয় হার। এই জয়ে ৮ ম্যাচ থেকে ২০ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান নিয়েছে স্কাই ব্লুজরা। আর ৭ ম্যাচ থেকে ১২ পয়েন্ট সংগ্রহ করে রেড ডেভিলসরা অবস্থান করছে ষষ্ঠ স্থানে।
এদিন ঘরের মাঠে ম্যানইউর বিপক্ষে প্রথমার্ধেই ৪-০ গোলে এগিয়ে যায় পেপ গার্দিওলার শিষ্যরা। শুরুতেই (৮ মি.) গোল করেন ফিল ফোডেন। এরপর জোড়া গোল করেন হালান্ড (৩৪ ও ৩৭ মি.। ৪৪ মিনিটের সময় ফোডেনও তার জোড়া গোল পূর্ণ করলে চার গোলের ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় তারা।
বিরতির পর অবশ্য ৫টি গোল হয়। তার মধ্যে তিনটি করে ম্যানইউ। আর দুটি করে ম্যানসিটি। ৬৪ মিনিটে হালান্ড তার হ্যাটট্রিক পূর্ণ করেন। এর মধ্য দিয়ে প্রিমিয়ার লিগের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ঘরের মাঠে টানা তিন ম্যাচে হ্যাটট্রিক করেন। এরপর ৭২ মিনিটে ফোডেনও পূর্ণ করেন তার হ্যাটট্রিক।
অবশ্য ৫৬ মিনিটে ম্যানইউর অ্যান্টনি মাথিয়াস ও ৮৪ ও ৯০ মিনিটে অ্যান্থনি মার্শাল জোড়া গোল করে ব্যবধান কমান।
ম্যাচ শেষে হালান্ড বলেন, ‘আমরা ছয় গোল করেছি। কি বলবো! এটা সত্যিই অসাধারণ।’
ঢাকা/আমিনুল