বিসিসিআইয়ে সৌরভের জায়গায় আসছেন বিনি
সৌরভ গাঙ্গুলি আর বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) প্রেসিডেন্ট পদে থাকছেন না। তার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে শোনা যাচ্ছে বিশ্বকাপ জয়ী অলরাউন্ডার রজার বিনির নাম। বিসিসিআই সেক্রেটারির দায়িত্বে বহাল থাকছেন জয় শাহ।
ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, সোমবার মুম্বাইয়ে আভ্যন্তরীণ বিসিসিআই সভায় এ ব্যাপারে আলোচনা করা হয়। চলতি মাসের শুরুতে বোর্ডের ড্রাফট ইলেক্টোরাল রোলসের তালিকায় বিনির নাম দেখা গেছে। বোর্ডের বার্ষিক সাধারণ সভায় কর্ণাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রতিনিধিও করা হয় তাকে।
কপিল দেবের নেতৃত্বে ১৯৮৩ সালে ভারতের প্রথম বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন বিনি। মঙ্গলবার তিনি বিসিআই প্রধানের পদে লড়াইয়ের জন্য মনোনয়ন ফর্ম পূরণ করেছেন। প্রার্থিতার লড়াইয়ে যোগ দিতে বুধবারও নাম জমা দিতে পারবেন প্রার্থীরা।
আরও জানা গেছে, ঊর্ধ্বতন প্রশাসক রাজিব শুক্লা বোর্ডের ভাইস প্রেসিডেন্ট হিসেবে থেকে যাচ্ছেন এবং অরুণ সিং ধুমালের পরিবর্তে নতুন কোষাধ্যক্ষ হচ্ছেন আশীষ সেলার।
প্রার্থীরা তাদের প্রার্থিতার আবেদন করতে পারবেন ১১ ও ১২ অক্টোবর। আগামী ১৮ অক্টেবর হবে নির্বাচন।
ধারণা করা হচ্ছে, ২০১৯ সালে সর্বসম্মতিক্রমে বিসিসিআই প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া সৌরভ আইসিসির প্রেসিডেন্ট হতে চলেছেন।
ঢাকা/ফাহিম