প্রস্তুতিতে খরুচে সাকিব, নবী ঝড়ে আফগানিস্তানের সংগ্রহ ১৬০

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিতে বল হাতে অধিনায়ক সাকিব আল হাসানের শুরুটা ভালো হয়নি। তবে দারুণ বোলিং করছেন হাসান মাহমুদ-তাসকিন আহমেদরা।
ব্রিসবেনের অ্যালেন বোর্ডার ফিল্ডে সোমবার আগে ব্যাটিং করে আফগানিস্তান। মোহাম্মদ নবীর ঝড়ে আফগানরা থামে ৭ উইকেটে ১৬০ রান করে।
৫টি ছয়ে নবী মাত্র ১৭ বলে ৪১ রান করেন। সর্বোচ্চ ৪৬ রান আসে ইবরাহীম জাদরানের ব্যাট থেকে। ৩৯ বলে এ রান করেন তিনি। এ ছাড়া রহমানুল্লাহ গুরবাজ ২৭, হজরতুল্লাহ জাজাই ১৫ ও ডারুইশ রাসুলি ১২ রান করেন।
শেষ ২ ওভারে আফগানরা ৩৩ রান করে। এর আগে রানের গতি ছিল সাদামাটা। ডেথ ওভারে বাংলাদেশের দুর্বলতা সাকিব ১৯তম ওভারে ২ ছয় ১ চার হজম করে ১৯ রান দেন। আর শেষ ওভারে তাসকিন ১৪ রান দেন।
যদিও দুজনে শেষ দুই ওভারে ২ উইকেট নেন। এর আগের ৩ ওভারে তাসকিন মাত্র ১৬ রান দিয়ে নিয়েছিলেন ২ উইকেট। ৪ ওভারে ৩০ রান দিয়েন দলের সর্বোচ্চ উইকেট শিকারি তিনি। সাকিব ৪ ওভারে ৪৬ রান দিয়ে নেন ২ উইকেট।
হাসান শুরু থেকে শেষ পর্যন্ত একইভাবে বোলিং করে গেছেন। ৪ ওভারে ২৪ রান দিয়ে এই পেসার নেন ২ উইকেট। নিউ জিল্যান্ডে প্রথম ম্যাচে খারাপ খেলে বাদ পড়েছিলেন মোস্তাফিজুর রহমান। আজ প্রস্তুতিতে বল হাতে উইকেট পাননি। তবে বল হাতে ছিলেন মিতব্যায়ি। ৪ ওভারে ৩১ রান দেন তিনি। এ ছাড়া সৌম্য সরকার ১ ওভারে ৫ রান দেন সৌম্য।
ডেথ ওভারে বাংলাদেশের দুর্বলতা এখনো কাটেনি। শেষ দিকে এলোমেলো বোলিংয়ের স্পষ্ট ছাপ চোখে পড়েছে আফগানদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও। মূলপর্বে ভালো করতে হলে ডেথ ওভারে নিয়ন্ত্রিত বোলিংয়ের বিকল্প নেই।
ঢাকা/রিয়াদ/ফাহিম