মিচেলকে ছাড়াই অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে নিউ জিল্যান্ড
গত টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচসেরার পুরস্কার জেতা ড্যারিল মিচেলকে এই আসরের প্রথম ম্যাচে পাচ্ছে না নিউ জিল্যান্ড। সুপার টুয়েলভের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে গতবারের রানার্সআপরা।
আঙুলের ফ্র্যাকচার থেকে সেরে ওঠার লড়াই করছেন মিচেল। বাংলাদেশ ও পাকিস্তানের সঙ্গে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজেও এই কারণে ছিলেন না। ৩১ বছর বয়সী অলরাউন্ডার ১৭ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও ছিলেন না।
শনিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার মুখোমুখি হওয়ার আগে নিউ জিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন নিশ্চিত করলেন, এই ম্যাচেও মিচেল থাকছেন না। দলের অন্য খেলোয়াড়রা ফিট।উইলিয়ামসন ম্যাচের আগের সংবাদ সম্মেলনে বলেছেন, ‘ড্যারিল এখনই পাওয়া যাচ্ছে না। আমি তাকে পর্যবেক্ষণে রাখছি। দলের অন্যরা যথেষ্ট ফিট।’
ঢাকা/ফাহিম