বাংলাদেশকে হারাতে না পারার কোনো কারণ দেখছেন না কুপার
অস্ট্রেলিয়ায় ঠিকঠাক প্রস্তুতি নিতে পারছে না বাংলাদেশ। বৃষ্টির সঙ্গে ভ্রমণ জটিলতা সব কিছু মিলিয়ে বাংলাদেশ শিবির যেন অপ্রস্তুত। বাতিল হয়েছে একটি প্রস্তুতি ম্যাচ। টানা হারের মধ্যে এসব অস্বস্তির। তাইতো অপ্রস্তুত বাংলাদেশকে না হারানোর কোনো কারণ দেখছেন না নেদারল্যান্ডসের অভিজ্ঞ ব্যাটসম্যান টম কুপার।
হোবার্টে সোমবার সকাল ১০টায় ডাচদের মুখোমুখি হবে সাকিবের দল। গ্রুপ ‘এ’ থেকে কোয়ালিফাই করে সুপার টুয়েলভে এসেছে দলটি। শেষদিকে শঙ্কা থাকলেও নামিবিয়ার হারে কপাল খুলে যায় তাদের। এখন যেন প্রচ্ছন্ন হুমকি দিয়ে রাখলেন কুপার।
‘আপনারা বলছেন এটি (বাংলাদেশের বিপক্ষে নেদারল্যান্ডস জিতলে) হয়তো অঘটন হবে। কিন্তু আমি সেভাবে দেখছি না। আমরা এখানে লড়াই করতে এসেছি। অতীতে আমরা তাদের বিপক্ষে সমানে সমান খেলেছি। আগামীকাল (সোমবার) তাদের হারাতে না পারার কোনো কারণ দেখছি না।’
সুপার টুয়েলভে গ্রুপ টুতে বাংলাদেশ-নেদারল্যান্ডস ছাড়া অন্যদলগুলো হলো ভারত পাকিস্তান দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে। স্বভাবতই ডাচরা বাংলাদেশ-জিম্বাবুয়ের দিকে নজর দিয়েছে। কুপার সেটি স্পষ্ট করেই বলে দিয়েছেন।
‘সুপার টুয়েলভে কিছু শক্তিশালী দল রয়েছে। তবে আমরা আমাদের সুযোগ (বাংলাদেশ ও জিম্বাবুয়ের বিপক্ষে) দেখছি। আমরা কিছু প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ খেলে এসেছি। বাংলাদেশ মাত্র শুরু করছে। তাদের একটি (প্রস্তুতি) ম্যাচ ভেসে গেছে, মাত্র একটি ম্যাচ খেলতে পেরেছে। আমরা খেলার মধ্যেই আছি।’
বাংলাদেশ ডাচদের বিপক্ষে এখন পর্যন্ত ৩টি ম্যাচ খেলে দুটিতে জয় পেয়েছে। শক্তি-সামর্থ্যেও বাংলাদেশ অনেক এগিয়ে। তাইতো কুপার বলছেন যে কেউ যে কাউকে হারিয়ে দিতে পারে, ‘তারা খুবই ভয়ানক দল। টি-টোয়েন্টিতে যে কেউ যে কাউকে হারিয়ে দিতে পারে। আমরা তাদের অতীত রেকর্ড নিয়ে মাথা ঘামাচ্ছি না। নিজেদের দিনে তারা যে কোনো দলকে হারাতে পারে। তাদের সঙ্গে আমাদের বেশ কিছু জমজমাট ম্যাচ রয়েছে। আগামীকাল লড়াই করে জিততে পারা দারুণ ব্যাপার হবে।’
‘এখানে সহজ ম্যাচ বলতে আসলে কিছু নেই। আমরা প্রথম রাউন্ডের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচগুলো থেকে অনেক আত্মবিশ্বাস নিচ্ছি। যেহেতু এটি তাদের (বাংলাদেশ) প্রথম ম্যাচ, আশা করি আমরা তাদেরকে অপ্রস্তুত অবস্থায় শিকার করতে পারব এবং দারুণভাবে সুপার টুয়েলভ শুরু করতে পারব’ -আরও যোগ করেন কুপার।
রিয়াদ/আমিনুল