ঢাকা     মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও জিতলো ওয়ালটন ঢাকা

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৯, ২৫ অক্টোবর ২০২২  
দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও জিতলো ওয়ালটন ঢাকা

ফ্র্যাঞ্চাইজিভিত্তিক হকি টুর্নামেন্ট ‘হকি চ্যাম্পিয়নস ট্রফি-২০২২’ কে সামনে রেখে নিয়মিত চলছে ওয়ালটন ঢাকার অনুশীলন। অনুশীলনের অংশ হিসেবে আজ মঙ্গলবার (২৫ অক্টোবর) বিকেএসপি হকি দলের বিপক্ষে আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলে। এই ম্যাচে বিকেএসপিকে ৪-০ গোলে হারিয়েছে ওয়ালটন ঢাকা।

এই ম্যাচে অল্প সময়ের জন্য খেলেন ওয়ালটন ঢাকার বিদেশি আইকন প্লেয়ার এসভি সুনীল। তিনি গোল না পেলেও অ্যাসিস্ট করেছেন। বিকেএসপি থেকে আগামীকাল দুপুরে ঢাকায় আসবে ওয়ালটন ঢাকা। এরপর ২৯ তারিখ হকি চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে মেট্রো এক্সপ্রেস বরিশালের মুখোমুখি হবে।

ওয়ালটন ঢাকার স্কোয়াড:
আশরাফুল ইসলাম (ডিফেন্ডার), এসভি সুনীল (ফরোয়ার্ড), আবু সাঈদ নিপ্পন (গোলরক্ষক), রকিবুল হাসান রকি (ফরোয়ার্ড), শফিউল আলম শিশির (রক্ষণভাগ), মেহরাব হোসেন সামিন (মিডফিল্ড), আবেদ উদ্দিন (মিডফিল্ড), মোহাম্মদ আজরি হাসান (মিডফিল্ড/ডিফেন্ডার), আব্দুল খালিক হামিরিন (মিডফিল্ডার), আলফান্দি আলি সুরিয়া (ফরোয়ার্ড), আমান শরিফ (মিডফিল্ড), আল-আমিন (গোলরক্ষক), রাতুল আহমেদ অনিক (ডিফেন্ডার), মাইনুল ইসলাম কৌশিক (ফরোয়ার্ড), মোহাম্মদ আব্দুল্লাহ (আক্রমণভাগ), মো. হোজাইফা হোসেন (মিডফিল্ড) ও মো. তৈয়ব আলী (মিডফিল্ড)।

আরো পড়ুন:

বিদেশি কোচ: সাইফুল আজলি বিন আব্দুল রহমান (মালয়েশিয়া)।
দেশি কোচ: জাহিদ হোসেন রাজু।
ম্যানেজার: এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)।

আগামী ২৮ অক্টোবর হকির ফ্র্যাঞ্চাইজি যুগে আনুষ্ঠানিকভাবে পথচলা শুরু করবে বাংলাদেশ। যা চলবে ১৭ নভেম্বর পর্যন্ত। টি স্পোর্টসের পাশাপাশি বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে দেখা যাবে হকি চ্যাম্পিয়নস ট্রফির জমজমাট লড়াই।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়