ঢাকা     মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

প্রথম ম্যাচে সন্ধ্যায় মাঠে নামছে ওয়ালটন ঢাকা

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৯, ২৯ অক্টোবর ২০২২   আপডেট: ১৩:১৭, ২৯ অক্টোবর ২০২২
প্রথম ম্যাচে সন্ধ্যায় মাঠে নামছে ওয়ালটন ঢাকা

শুক্রবার ইতিহাসের পাতায় নাম লিখিয়েছে বাংলাদেশের হকি। প্রবেশ করেছে ফ্র্যাঞ্চাইজি যুগে। পর্দা উঠেছে বহুল কাঙ্খিত ফ্র্যাঞ্চাইজি লিগ ‘হকি চ্যাম্পিয়নস ট্রফির।’ আজ প্রতিযোগিতার দ্বিতীয় দিনে মাঠে নামছে ওয়ালটন ঢাকা। তাদের প্রতিপক্ষ মেট্রো এক্সপ্রেস বরিশাল। সন্ধ্যা সাড়ে ৬টায় মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। যা সরাসরি দেখা যাবে টি-স্পোর্টসে।

অবশ্য ফ্র্যাঞ্চাইজিভিত্তিক হকি টুর্নামেন্টকে সামনে রেখে ১৪ অক্টোবর থেকে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) নিয়মিত অনুশীলন করে ওয়ালটন ঢাকা। খেলে একাধিক প্রস্তুতি ম্যাচ। সব মিলিয়ে ওয়ালটন ঢাকার প্রস্তুতি বেশ ভালো। আজ মেট্রো এক্সপ্রেস বরিশালের বিপক্ষে ভালো কিছু করার লক্ষ্য নিয়েই মাঠে নামবে ওয়ালটন।

যেমনটা বলেছেন ওয়ালটন ঢাকার দেশি কোচ জাহিদ হোসেন রাজু, ‘আমাদের প্রস্তুতি বেশ ভালো। প্রথম ম্যাচ নিয়ে ছেলেরা সবাই বেশ উজ্জীবিত। অবশ্য মেট্রো এক্সপ্রেসও ভালো দল। তবে আশা করছি প্রথম ম্যাচে ভালো কিছু হবে।’

আরো পড়ুন:

ম্যাচ বাই ম্যাচ জিতে আগাতে চান ওয়ালটন ঢাকার দেশি আইকন ও অধিনায়ক আশরাফুল ইসলাম। তিনি বলেন, ‘আমাদের টিমটা ভালো। আমাদের সবারই আশা ভালো কিছু করার। কোচদের নির্দেশনা অনুযায়ী আমরা ম্যাচ বাই ম্যাচ আগাবো। লিগের সবগুলো দলই বেশ ব্যালান্সড। কেউ-ই সহজ প্রতিপক্ষ নয়। লড়াই করেই জিততে হবে। আমাদের চোখ অবশ্য চ্যাম্পিয়নশিপের দিকেই থাকবে।’

রাউন্ড রবিন পদ্ধতিতে প্রতিটি দল একে অন্যের সঙ্গে দুইবার করে মুখোমুখি হবে। প্রথমপর্বের খেলা শেষ হবে ১২ নভেম্বর। প্রথমপর্ব শেষে শীর্ষে থাকা চারটি দল যাবে পরের রাউন্ডে। শীর্ষে থাকা দুই দল মুখোমুখি হবে কোয়ালিফায়ারে। জয়ী দল যাবে ফাইনালে। হেরে যাওয়া দল আরও একটি সুযোগ পাবে। তারা এলিমেনেটর ম্যাচে (তৃতীয়-চতুর্থ দল) জয়ী দলের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ারে লড়বে। ১৪ নভেম্বর হবে প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটর ম্যাচ। আর ১৫ নভেম্বর হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। ফাইনাল হবে ১৭ নভেম্বর।

ওয়ালটন ঢাকার স্কোয়াড:
আশরাফুল ইসলাম (ডিফেন্ডার), এসভি সুনীল (ফরোয়ার্ড), আবু সাঈদ নিপ্পন (গোলরক্ষক), রকিবুল হাসান রকি (ফরোয়ার্ড), শফিউল আলম শিশির (রক্ষণভাগ), মেহরাব হোসেন সামিন (মিডফিল্ড), আবেদ উদ্দিন (মিডফিল্ড), মোহাম্মদ আজরি হাসান (ডিফেন্ডার), আব্দুল খালিক হামিরিন (মিডফিল্ডার), আলফান্দি আলি সুরিয়া (ফরোয়ার্ড), আমান শরিফ (মিডফিল্ড), আল-আমিন (গোলরক্ষক), রাতুল আহমেদ অনিক (ডিফেন্ডার), মাইনুল ইসলাম কৌশিক (ফরোয়ার্ড), মোহাম্মদ আব্দুল্লাহ (আক্রমণভাগ), মো. হোজাইফা হোসেন (মিডফিল্ড) ও মো. তৈয়ব আলী (মিডফিল্ড)।

বিদেশি কোচ: সাইফুল আজলি বিন আব্দুল রহমান (মালয়েশিয়া)।
দেশি কোচ: জাহিদ হোসেন রাজু।
ম্যানেজার: এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়