ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

বরিশালের বিপক্ষে এগিয়ে গিয়েও হেরে খাদের কিনারায় ওয়ালটন

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৮, ৯ নভেম্বর ২০২২  
বরিশালের বিপক্ষে এগিয়ে গিয়েও হেরে খাদের কিনারায় ওয়ালটন

ফ্র্যাঞ্চাইজি লিগ হকির অষ্টম ম্যাচেও হার মেনেছে ওয়ালটন ঢাকা। বুধবার রাতে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে মেট্রো এক্সপ্রেস বরিশালের বিপক্ষে প্রথমে এগিয়ে গিয়েও ৪-২ ব্যবধানে হেরেছে তারা। প্রথম দেখায় বরিশালের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করে ২-১ গোলে হেরেছিল ওয়ালটন। এবার অবশ্য ব্যবধান বেড়েছে।

এই জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান নিয়েছে মেট্রো এক্সপ্রেস বরিশাল। অন্যদিকে পয়েন্ট টেবিলের তলানির দিকে নামার পাশাপাশি খাদের কিনারায় ঠেকে গেছে ওয়ালটন। পরের রাউন্ডে যেতে হলে শেষ দুই ম্যাচে জয় তুলে নেওয়ার পাশাপাশি তাকিয়ে থাকতে হবে অন্য দলের দিকেও।

বুধবার (০৯ নভেম্বর, ২০২২) মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ম্যাচের ৭ মিনিটেই এসভি সুনীলের ফিল্ড গোলে এগিয়ে যায় ওয়ালটন। তবে ১৪ মিনিটেই সমতা ফেরায় বরিশাল। এ সময় ফ্রি হিট থেকে বল পেয়ে গোল করেন মো. রোমান সরকার। ১৬ মিনিটে বরিশালের ফিতরি বিন সারি ফিল্ড গোল করে এগিয়ে নেন দলকে। ৩৩ মিনিটে বরিশালের আখিমুল্লাহ ইশুকের ফিল্ড গোলে ব্যবধান হয়ে যায় ৩-১।

আরো পড়ুন:

তবে ৩৯ মিনিটে ওয়ালটন ঢাকার অধিনায়ক ও আইকন মো. আশরাফুল ইসলাম পেনাল্টি কর্নার থেকে গোল করে ম্যাচে ফেরার ইঙ্গিত দেন (৩-২)। কিন্তু ৪১ মিনিটে মামুনুর রহমান চয়ন তার জোড়া গোল পূর্ণ করলে বরিশাল এগিয়ে যায় ৪-২ ব্যবধানে। শেষ পর্যন্ত এই ব্যধানের জয় নিয়েই মাঠ ছাড়ে বরিশাল।

বৃহস্পতিবার ওয়ালটনের কোনো খেলা নেই। এরপর শুক্রবার (১১ নভেম্বর) দুপুর আড়াইটায় লিগ পর্বের নবম ম্যাচে ওয়ালটন ঢাকা আবার মুখোমুখি হবে রূপায়ণ সিটি কুমিল্লার। আর শনিবার (১২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় লিগ পর্বের শেষ ম্যাচে একমি চট্টগ্রামের সঙ্গে আবার ময়দানি লড়াইয়ে নামবে ওয়ালটন ঢাকা।

লিগপর্বের খেলা শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা চারটি দল যাবে পরের রাউন্ডে। শীর্ষে থাকা দুই দল মুখোমুখি হবে কোয়ালিফায়ারে। জয়ী দল যাবে ফাইনালে।

হেরে যাওয়া দল আরও একটি সুযোগ পাবে। তারা এলিমেনেটর ম্যাচে (তৃতীয়-চতুর্থ দল) জয়ী দলের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ারে লড়বে। ১৪ নভেম্বর হবে প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটর ম্যাচ। আর ১৫ নভেম্বর হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। ফাইনাল হবে ১৭ নভেম্বর।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়