ঢাকা     শুক্রবার   ১৩ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৮ ১৪৩১

টি-টোয়েন্টি বিশ্বকাপের শীর্ষ পাঁচ ব্যাটসম্যান ও বোলার

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৬, ১৩ নভেম্বর ২০২২   আপডেট: ২০:১৬, ১৩ নভেম্বর ২০২২
টি-টোয়েন্টি বিশ্বকাপের শীর্ষ পাঁচ ব্যাটসম্যান ও বোলার

শেষ হলো টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর। প্রায় এক মাসের এই প্রতিযোগিতা শেষে কে হলেন শীর্ষ ব্যাটসম্যান আর বোলার, এই তালিকার সেরা পাঁচে কারা, তা দেখে নেওয়া যাক—

টি-টোয়েন্টি বিশ্বকাপের শীর্ষ পাঁচ ব্যাটসম্যান:

খেলোয়াড় ইনিংস রান সর্বোচ্চ গড় স্ট্রাইক রেট ১০০/৫০ ৪/৬
বিরাট কোহলি (ভারত)  ৬ ২৯৬ ৮২* ৯৮.৬৬ ১৩৬.৪০ ০/৪ ২৫/৮
ম্যাক্স ও’ডাউড (নেদারল্যান্ডস) ২৪২  ৭১*  ৩৪.৫৭   ১১২.৫৫ ০/২

২২/৮

আরো পড়ুন:

সূর্যকুমার যাদব (ভারত) ২৩৯ ৬৮ ৫৯.৭৫ ১৮৯.৬৮ ০/৩

২৬/৯

জস বাটলার (ইংল্যান্ড) ২২৫ ৮০* ৪৫.০০ ১৪৪.২৩ ১/২ ২৪/৭
কুশল মেন্ডিস (শ্রীলঙ্কা) ২২৩ ৭৯ ৩১.৮৫ ১৪২.৯৪  ০/২ ১৭/১০


টি-টোয়েন্টি বিশ্বকাপের শীর্ষ পাঁচ বোলার:

খেলোয়াড় ইনিংস ওভার রান উইকেট সেরা বোলিং গড় ইকোনমি
ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা) ৩১.০  ১৯৯ ১৫ ৩/৮ ১৩.২৬ ৬.৪১
স্যাম কারান (ইংল্যান্ড) ২২.৪ ১৪৮ ১৩ ৫/১০ ১১.৩৮ ৬.৫২
বাস ডি লিড (নেদারল্যান্ডস) ৮  ২২.০ ১৬৯ ১৩ ৩/১৯ ১৩.০০ ৭.৬৮
ব্লেসিং মুজারাবানি (জিম্বাবুয়ে) ২৬.০ ১৯৯ ১২ ৩/২৩ ১৬.৫৮ ৭.৬৫
আনরিখ নর্কিয়ে (দক্ষিণ আফ্রিকা) ১৭.৩ ৯৪ ১১ ৪/১০ ৮.৫৪ ৫.৩৭

ঢাকা/ফাহিম


সর্বশেষ

পাঠকপ্রিয়