ঢাকা     শুক্রবার   ১৩ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৮ ১৪৩১

বিশ্বকাপে কে কী পুরস্কার ও কত টাকা প্রাইজমানি পেলো

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৮, ১৩ নভেম্বর ২০২২   আপডেট: ২২:২২, ১৩ নভেম্বর ২০২২
বিশ্বকাপে কে কী পুরস্কার ও কত টাকা প্রাইজমানি পেলো

ইংল্যান্ডের শ্রেষ্ঠত্বের মধ্য দিয়ে পর্দা নেমেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের। রোববার (১৩ নভেম্বর, ২০২২) মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে এক যুগ পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপা জিতেছে ইংলিশরা।

চলুন এবার দেখে নেওয়া যাক বিশ্বকাপে কে কি পুরস্কার পেলো এবং কে কতো টাকা প্রাইজমানি পেলো।

চ্যাম্পিয়ন: ইংল্যান্ড (১.৬ মিলিয়ন ডলার অর্থাৎ ১৬ কোটি ২২ লাখ ২৫ হাজার টাকা।)

আরো পড়ুন:

রানার্স-আপ: পাকিস্তান (০.৮ মিলিয়ন ডলার অর্থাৎ ৮ কোটি ১১ লাখ ১২ হাজার ৫০০ টাকা।)

সেমিফাইনালিস্ট: ভারত ও নিউ জিল্যান্ড (০.৪ মিলিয়ন ডলার অর্থাৎ ৪ কোটি ৫ লাখ ৫৬ হাজার টাকা)।

সুপার টুয়েলভ: আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডস (০.২ মিলিয়ন ডলার অর্থাৎ ২ কোটি ২ লাখ ৭৮ হাজার টাকা)।

ফাইনালে ম্যাচসেরা: স্যাম কারান (ইংল্যান্ড)।

টুর্নামেন্ট সেরা: স্যাম কারান।

ঢাকা/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়