ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

ফ্র্যাঞ্চাইজি লিগ হকির ফাইনালে চট্টগ্রাম

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৮, ১৪ নভেম্বর ২০২২  
ফ্র্যাঞ্চাইজি লিগ হকির ফাইনালে চট্টগ্রাম

ফ্র্যাঞ্চাইজি লিগ হকির ফাইনালে উঠেছে একমি চট্টগ্রাম। সোমবার (১৪ নভেম্বর, ২০২২) মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে প্রথম কোয়ালিফায়ারে রূপায়ণ সিটি কুমিল্লাকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে নাম লেখায় চট্টগ্রাম।

যদিও ম্যাচে প্রথমে লিড নিয়েছিল কুমিল্লা। এদিন ম্যাচের ২৩ মিনিটে কুমিল্লার পুস্কর ক্ষিসা মিমো গোল করে এগিয়ে নেন দলকে। এ লিড তারা ধরে রাখেন ৪৮ মিনিট পর্যন্ত। ৪৯ মিনিটে গিয়ে চট্টগ্রামের দেবিন্দর বাল্মিকী ফিল্ড গোল করে সমতা ফেরান। আর ৫৩ মিনিটে পেনাল্টি কর্নার থেকে তার করা গোলে এগিয়ে যায় চট্টগ্রাম। শেষ পর্যন্ত তার জোড়া গোলে ভর করে ফাইনালে পৌঁছে যায় ফ্র্যাঞ্চাইজিটি।

এদিকে আজ এলিমিনেটর ম্যাচে মেট্রো এক্সপ্রেস বরিশালকে ২-১ ব্যবধানে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ার নিশ্চিত করেছে মোনার্ক পদ্মা। আগামীকাল মঙ্গলবার দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে রূপায়ণ সিটি কুমিল্লা ও মোনার্ক পদ্মা। এই ম্যাচের জয়ী দলের বিপক্ষে বৃহস্পতিবার ফাইনালে লড়বে একমি চট্টগ্রাম।

আরো পড়ুন:

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়