ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

কুমিল্লাকে হারিয়ে ফাইনালে সাকিবের মোনার্ক পদ্মা

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:০০, ১৫ নভেম্বর ২০২২  
কুমিল্লাকে হারিয়ে ফাইনালে সাকিবের মোনার্ক পদ্মা

দ্বিতীয় দল হিসেবে ফ্র্যাঞ্চাইজি লিগ হকির ফাইনালে উঠেছে সাকিব আল হাসানের দল মোনার্ক পদ্মা। মঙ্গলবার (১৫ নভেম্বর, ২০২২) মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় কোয়ালিফায়ারে হাড্ডাহাড্ডি লড়াই শেষে রূপায়ণ সিটি কুমিল্লাকে ৪-৩ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে মোনার্ক পদ্মা। এর আগে সোমবার প্রথম কোয়ালিফায়ারে কুমিল্লাকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছিল একমি চট্টগ্রাম।

দ্বিতীয় কোয়ালিফায়ারে অবশ্য প্রথম কোয়ার্টারে ২-০ গোলে এগিয়ে গিয়েছিল। দ্বিতীয় কোয়ার্টারে দুই গোল করে সমতায় ফেরে মোনাকর্ব পদ্মা। তৃতীয় কোয়ার্টারে হয় হাড্ডাহাড্ডি লড়াই। এই কোয়ার্টারে কুমিল্লা একটি ও পদ্মা একটি গোল করে। তাতে তৃতীয় কোয়ার্টার শেষে স্কোরলাইন হয় ৩-৩। চতুর্থ কোয়ার্টারে ৫৪ মিনিটে মোনার্ক পদ্মা গোল করে এগিয়ে যায় এবং ৪-৩ ব্যবধানের জয়ে ফাইনাল নিশ্চিত করে।

মোনার্ক পদ্মার হয়ে চারটি গোলই করেছেন তাদের জাপানি ফরোয়ার্ড মিয়া তানিমিতসু। এদিকে কুমিল্লার হয়ে জোড়া গোল করেছেন স্প্যানিশ তারকা জোয়াকুইন মেনিনি। অপর গোলটি করেন অধিনায়ক সোহানুর রহমান সবুজ।

আরো পড়ুন:

বৃহস্পতিবার ফাইনালে মুখোমুখি হবে একমি চট্টগ্রাম ও মোনার্ক পদ্মা।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়