ঢাকা     শনিবার   ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ||  ফাল্গুন ৩ ১৪৩১

৬৪ বছর পর ফেরা ওয়েলস জিততে দেয়নি যুক্তরাষ্ট্রকে

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:১৫, ২২ নভেম্বর ২০২২   আপডেট: ০৫:৪৯, ২২ নভেম্বর ২০২২
৬৪ বছর পর ফেরা ওয়েলস জিততে দেয়নি যুক্তরাষ্ট্রকে

শেষ মুহুর্তে এসে রক্ষ পেলো ওয়েলস। ম্যাচের ৮২ মিনিটে এসে গ্যারেথ বেলের পেনাল্টিতে সমতা আনে ওয়েলস। আগে গোল দিয়েও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি যুক্তরাষ্ট্র। ৩৬তম মিনিটে ভিয়াহ প্রথম গোল দেন যুক্তরাষ্ট্রর হয়ে। কিন্তু শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভগি করে মাঠ ছাড়তে হয়। দুই দলই লড়েছে নিজেদের সেরাটা দিয়ে। ম্যাচে মোট আক্রমণ হয় ১৭টি। যুক্তরাষ্ট্র ৭টি শট নেয় আর ওয়েলস নেয় ১০টি। ৬৪ বছর পর বিশ্বকাপে ফেরা ওয়েলস মাঠ ছাড়ে পয়েন্ট ভাগাভগি করে। 

প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে যুক্তরাষ্ট্র 

ম্যাচের ৩৬তম মিনিটে প্রথম গোলের দেখা পায় যুক্তরাষ্ট্র। ডি বক্সে সার্জেন্টের সহায়তায় বল পেয়ে দারুণ ফিনিশিংয়ে বল জড়ান ওয়েলসের জালে। প্রথমার্ধ শেষ পর্যন্ত এই শোধ কর‍তে পারেনি বেলসের দল। ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যুক্তরাষ্ট্র। 

আরো পড়ুন:

বেলের ওয়েলসের সামনে যুক্তরাষ্ট্র

কাতার বিশ্বকাপের গ্রুপ বির দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে বেলসের ওয়েলস ও যুক্তরাষ্ট্র। আল রাইয়ান স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় ম্যাচটি শুরু হয়।

যুক্তরাষ্ট্র একাদশ: সার্জেন্ট, ভিয়াহ, পালিসিক, ম্যাককেইন, অ্যাডামস, মুশাহ, ডেস্ট, জিমারম্যান, রিম, রবিনশন ও টার্নার।

ওয়েলস একাদশ: হ্যান্নেসি, ডেভিস, রন্ডন, মেফহাম, উইলিয়ামস, উইলসন, আম্পাডু, রামসি, রবার্টস, জেমস ও বেল।

বিশ্বকাপে ৪৬ গোল হজম

বিশ্বকাপের আসরে যুক্তরাষ্ট্র ৪৬টি গোল হজম করেছে। ১৯৩০ থেকে ১৯৫৮ পর্যন্ত বিশ্বকাপ আসরে টানা ছয় ম্যাচ ধরে অপরাজিত ছিল। এরপর থেকে খেই হারিয়ে ফেলে। 

৬৪ বছর পর ফেরা

১৯৫৮ সালে সবশেষ বিশ্বকাপে খেলেছিল ওয়েলস। মাঝে ৬৪ বছরজুড়ে অধরাই ছিল ফিফা বিশ্বকাপে। কাতার বিশ্বকাপে এসে আক্ষেপ পূরণ হয় গেরেথ বেলের।

ফিফা বিশ্বকাপে প্রথম সাক্ষাৎ 

দ্য গ্রেটেস্ট শো অন আর্থে এবারই প্রথম দেখা হচ্ছে যুক্তরাষ্ট্র-ওয়েলসের।

যুক্তরাষ্ট্রের ১১তম বিশ্বকাপ 

কাতার বিশ্বকাপ যুক্তরাষ্ট্রের ১১তম বিশ্বকাপ। ২০১৪ সালের পর মাঝে রাশিয়া বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারেনি দলটি। 

ঢাকা/রিয়াদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়