ঢাকা     বৃহস্পতিবার   ৩১ অক্টোবর ২০২৪ ||  কার্তিক ১৫ ১৪৩১

লাবুশেনের ব্যাটিং ও লিয়নের ঘূর্ণিতে অস্ট্রেলিয়ার দুর্দান্ত জয়

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৮, ৪ ডিসেম্বর ২০২২  
লাবুশেনের ব্যাটিং ও লিয়নের ঘূর্ণিতে অস্ট্রেলিয়ার দুর্দান্ত জয়

পার্থ টেস্টে ড্র করার সুযোগ ছিল ওয়েস্ট ইন্ডিজের। ৩ উইকেট হারিয়ে শেষ দিন মাঠে নামা উইন্ডিজকে দাঁত কামড়ে ক্রিজে পড়ে থাকলেই চলতো। কিন্তু নাথান লিয়ন দেখালেন ঘূর্ণি জাদু, তাতে আত্মসমর্পণ করতে হলো লড়াকু উইন্ডিজকে। ১৬৪ রানে জিতে টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে গেলো অস্ট্রেলিয়া।

রোববার সকালের সেশনে এক সময় ৩ উইকেটে ২০৭ রানে ভালো অবস্থানে ছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে ১৭ ওভারের মধ্যে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে তারা। স্কোর দাঁড়ায় ২৩৩-৭। লিয়ন দিনের শুরুতে আগের দিনের অপরাজিত দুই ব্যাটসম্যান কাইল মায়ার্স ও ক্রেইগ ব্র্যাথওয়েটকে ফেরান। ব্র্যাথ্রওয়েট ১১০ রানে ফিরে যান বোল্ড হয়ে। ১০ রান করেন মায়ার্স।

এরপর জেসন হোল্ডার ও জশুয়া ডা সিলভাকে প্যাভিলিয়নে পাঠান ট্র্যাভিস হেড ও জশ হ্যাজেলউড। এরপর রোস্টন চেজ ও আলজারি জোসেফের ৮২ রানের জুটি কেবল সময় পার করেছে। চেজ ৫৫ ও আলজারি ৪৩ রান করেন। ১৮ রানে শেষ তিন উইকেট হারায় উইন্ডিজ, যার দুটিই লিয়নের।

আরো পড়ুন:

৪৯৮ রানের লক্ষ্যে নেমে ৩৩৩ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ।

লিয়ন ৪২.৫ ওভারে ১০ মেডেনে ১২৮ রান খরচায় ৬ উইকেট নেন। লাবুশেন ২০৪ ও অপরাজিত ১০৪ রানে হয়েছেন ম্যাচসেরা।

দুই ম্যাচের টেস্ট সিরিজ জয় দিয়ে শুরু করলো অস্ট্রেলিয়া। এই জয়ে ৭২.৭৩ শতাংশ পয়েন্ট নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের শীর্ষে অস্ট্রেলিয়া।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়