লাবুশেনের ব্যাটিং ও লিয়নের ঘূর্ণিতে অস্ট্রেলিয়ার দুর্দান্ত জয়
পার্থ টেস্টে ড্র করার সুযোগ ছিল ওয়েস্ট ইন্ডিজের। ৩ উইকেট হারিয়ে শেষ দিন মাঠে নামা উইন্ডিজকে দাঁত কামড়ে ক্রিজে পড়ে থাকলেই চলতো। কিন্তু নাথান লিয়ন দেখালেন ঘূর্ণি জাদু, তাতে আত্মসমর্পণ করতে হলো লড়াকু উইন্ডিজকে। ১৬৪ রানে জিতে টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে গেলো অস্ট্রেলিয়া।
রোববার সকালের সেশনে এক সময় ৩ উইকেটে ২০৭ রানে ভালো অবস্থানে ছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে ১৭ ওভারের মধ্যে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে তারা। স্কোর দাঁড়ায় ২৩৩-৭। লিয়ন দিনের শুরুতে আগের দিনের অপরাজিত দুই ব্যাটসম্যান কাইল মায়ার্স ও ক্রেইগ ব্র্যাথওয়েটকে ফেরান। ব্র্যাথ্রওয়েট ১১০ রানে ফিরে যান বোল্ড হয়ে। ১০ রান করেন মায়ার্স।
এরপর জেসন হোল্ডার ও জশুয়া ডা সিলভাকে প্যাভিলিয়নে পাঠান ট্র্যাভিস হেড ও জশ হ্যাজেলউড। এরপর রোস্টন চেজ ও আলজারি জোসেফের ৮২ রানের জুটি কেবল সময় পার করেছে। চেজ ৫৫ ও আলজারি ৪৩ রান করেন। ১৮ রানে শেষ তিন উইকেট হারায় উইন্ডিজ, যার দুটিই লিয়নের।
৪৯৮ রানের লক্ষ্যে নেমে ৩৩৩ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ।
লিয়ন ৪২.৫ ওভারে ১০ মেডেনে ১২৮ রান খরচায় ৬ উইকেট নেন। লাবুশেন ২০৪ ও অপরাজিত ১০৪ রানে হয়েছেন ম্যাচসেরা।
দুই ম্যাচের টেস্ট সিরিজ জয় দিয়ে শুরু করলো অস্ট্রেলিয়া। এই জয়ে ৭২.৭৩ শতাংশ পয়েন্ট নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের শীর্ষে অস্ট্রেলিয়া।
ঢাকা/ফাহিম