ভারতের বিপক্ষে চট্টগ্রাম টেস্ট স্কোয়াডে জাকির, নেই তামিম
জাকির হাসান
ইনজুরির কারণে ওয়ানডে সিরিজ না খেলা ওপেনার তামিম ইকবাল নেই প্রথম টেস্টের স্কোয়াডে। ঘরোয়া ক্রিকেটে রানের ফুলঝুরি ছোটানো জাকির হাসানকে প্রথমবারের মতো টেস্ট স্কোয়াডে সুযোগ দিয়েছেন নির্বাচকরা। সম্প্রতি ভারত ‘এ’ দলের বিপক্ষেও চট্টগ্রামে ঝকঝকে সেঞ্চুরি হাঁকিয়েছেন সিলেটের এই ওপেনার।
বৃহস্পতিবার চট্টগ্রাম টেস্টের জন্য ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। যেখানে টিকে গেছেন চরম অফফর্মে থাকা মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক ও এনামুল হক বিজয়।
বাংলাদেশ সবশেষ সাদা পোশাকে খেলেছে গত জুনে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। তৃতীয় দফায় অধিনায়ক নির্বাচিত হওয়ার পর সেটিই ছিল সাকিব আল হাসানের প্রথম সফর। দুই ম্যাচ টেস্ট সিরিজে দুটিতেই বাংলাদেশ অবশ্য ব্যর্থ হয়েছে।
ভারতের বিপক্ষে দুটি ম্যাচ টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। ওয়ানডে সিরিজ জেতা বাংলাদেশর জন্য লাল বলে কঠিন পরীক্ষা দিতে হবে। সেই লড়াইয়ে দলের অন্যতম ভরসা তামিমকে পাচ্ছে না। ওপেনিং নিয়ে বাংলাদেশকে দুশ্চিন্তায় থাকতেই হবে। কারণ মাহমুদুল হাসান জয় ফর্মে নেই। ধুঁকছেন এনামুল হক বিজয়ও। রান করা যেন ভুলেই গেছেন নাজমুল হোসেন শান্ত।
মিডল অর্ডারে ফিরেছেন ইয়াসির আলী চৌধুরী। চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরের শুরুতে হঠাৎ ছিটকে যান তিনি। এছাড়া টেস্ট দলে ফিরেছেন তাসকিন আহমেদও। ওয়েস্ট ইন্ডিজে টেস্ট খেলা হয়নি তার।
এছাড়া ১৭ জনের স্কোয়াডে তেমন কোনো চমক নেই। ভারত ‘এ’ দলের বিপক্ষে চলমান চার দিনের ম্যাচের সিরিজের প্রথমটিতে খেলেন ১৭৩ রানের ইনিংস খেলেন জাকির। তার ম্যাচ বাঁচানো ইনিংসের প্রশংসিত হয়েছে সর্বত্র। এর আগে জাতীয় লিগে ৬ ম্যাচে ৫৫.২৫ গড়ে ৪৪২ রান করেছিলেন বাঁহাতি ব্যাটসম্যান। তাতে খুলে গেছে জাতীয় দলের দরজা। জাতীয় দলের হয়ে দুটি টি-টোয়েন্টি খেলা জাকির প্রথমবার টেস্ট স্কোয়াডে সুযোগ পেলেন। ম্যাচ খেলার সুযোগ পেলে তা কাজে লাগাতে পারে কি না সেটাই দেখার।
বাংলাদেশ স্কোয়াড: মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক সৌরভ, ইয়াসির আলী চৌধুরী, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, কাজী নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, জাকির হাসান, রেজাউল রহমান রাজা ও এনামুল হক বিজয়।
ঢাকা/ইয়াসিন/ফাহিম