ঢাকা     বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১২ ১৪৩১

মরক্কান ফুটবল ভক্তদের দোহায় নিতে ৩০টি বিশেষ ফ্লাইট

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৫, ১২ ডিসেম্বর ২০২২   আপডেট: ১৮:১৬, ১২ ডিসেম্বর ২০২২
মরক্কান ফুটবল ভক্তদের দোহায় নিতে ৩০টি বিশেষ ফ্লাইট

দুর্দান্ত খেলে চলেছে মরক্কো। কাতার বিশ্বকাপের সেমিফাইনালে তারা। প্রথম আফ্রিকান দল হিসেবে বিশ্বমঞ্চে শেষ চারে দলটি। আগামী বুধবার ফ্রান্সের বিপক্ষে আল খোরের আল বায়াত স্টেডিয়ামে মুখোমুখি হবে মরক্কো। এই ম্যাচে ঘরের মাঠের অনুভূতি দিতে তৎপর দেশটির সরকারি বিমান সংস্থা রয়্যাল এয়ার ম্যারক (আরএএম)।

ক্যাসাব্লাঙ্কা থেকে দোহায় ফুটবল ভক্তদের নিয়ে যেতে ৩০টি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে আরএএম। সোমবার এক বিবৃতিতে জানিয়েছে এই এয়ারলাইন। মঙ্গলবার ও বুধবার ফ্লাইটগুলো দেশ ছাড়বে।

মরক্কো নকআউট নিশ্চিতের পর থেকে ফিরতি বিমানের টিকিটে মূল্য ছাড় দেওয়া হচ্ছে। তাতে হাজার হাজার মরক্কান দর্শক স্টেডিয়ামে গিয়ে দলকে উৎসাহ যুগিয়ে যাচ্ছেন।

আরো পড়ুন:

মরক্কো ক্রোয়েশিয়ার সঙ্গে গোলশূন্য ড্রয়ে বিশ্বকাপ শুরু করে। পরের ম্যাচে ২-০ গোলে জিতে বেলজিয়ামকে বিদায়ের পথ দেখায়। এরপর কানাডাকে ২-১ গোলে হারিয়ে ‘এফ’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে শেষ ষোলোতে ওঠে তারা, সেখানে স্পেনের সঙ্গে টাইব্রেকারে ৩-০ তে জিতে নিজেদের সেরা সাফল্য পায় কোয়ার্টার ফাইনালে উঠে। ছাড় দেয়নি পর্তুগালকেও, ১-০ গোলে জিতে নিশ্চিত করেছে সেমিফাইনাল।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়