ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৩ ১৪৩১

আবুধাবি নাইট রাইডার্সের অধিনায়ক নারিন

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৯, ১৪ ডিসেম্বর ২০২২  
আবুধাবি নাইট রাইডার্সের অধিনায়ক নারিন

সংযুক্ত আরব আমিরাতে আসন্ন আইএলটি-টোয়েন্টির উদ্বোধনী আসরে নেতৃত্ব পেলেন ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার সুনীল নারিন। আইপিএল ফ্র্যাঞ্চাইজির ক্লাব আবুধাবি নাইট রাইডার্সের অধিনায়কত্ব দেওয়া হয়েছে তাকে।

২০১২ সাল থেকে নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজি কলকাতার সঙ্গে আইপিএল খেলছেন নারিন। ১৪৭ বোলিং ইনিংসে ১৫২ উইকেট নিয়ে আইপিএলের অষ্টম শীর্ষ বোলার এই ত্রিনিদাদিয়ান ক্রিকেটার।

পুরোনো ফ্র্যাঞ্চাইজির নতুন ক্লাবে দায়িত্ব বেড়ে গেলো, রোমাঞ্চিত নারিন, ‘এটা একটা নতুন চ্যালেঞ্জ। কারণ এখন আমাকে শুধু আমার নিজের খেলা বা চার ওভারে ফোকাস করা নয়, আমাদের পুরো দলের কাজ নিয়ে ভাবতে হবে। এটা এমন কিছু যার জন্য আমি অধীর হয়ে আছি। আমি নাইট রাইডার্সে বেড়ে উঠেছি। তাই এটা একটা পরিবারের মতো। যেখানেই তাদের দল থাকুক না কেন, আমি মাদের অংশ হতে ভালোবাসি।’ 

আরো পড়ুন:

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়