ঢাকা     বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১০ ১৪৩১

কাতারে ফিরছেন বেনজেমা, ফাইনালে কি খেলবেন?

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪০, ১৫ ডিসেম্বর ২০২২   আপডেট: ১৭:১৩, ১৫ ডিসেম্বর ২০২২
কাতারে ফিরছেন বেনজেমা, ফাইনালে কি খেলবেন?

বিশ্বকাপ ফাইনালের জন্য করিম বেনজেমাকে কাতারে যাওয়ার অনুমতি দিলো রিয়াল মাদ্রিদ। তাতে আর্জেন্টিনার বিপক্ষে শিরোপার লড়াইয়ে দেখা গেলেও যেতে পারে। তবে খেলা না খেলার সিদ্ধান্ত তার সম্পূর্ণ একার। স্প্যানিশ গণমাধ্যম মুন্দো দেপোর্তিভো ও এএস এই খবর নিশ্চিত করেছে।

বলে রাখা ভালো, লুসাইল আইকনিক স্টেডিয়ামে ফাইনাল ম্যাচের দর্শক নয়, ৩৪ বছর বয়সী ফরোয়ার্ডকে ফ্রান্সের জার্সিতে মাঠেও দেখা যেতে পারে। বিশ্বকাপ শুরুর ঠিক আগে ঊরুর চোটে পড়েন বেনজেমা। তিন সপ্তাহ তাকে বিশ্রামে থাকতে বলা হয়েছিল, মানে বিশ্বকাপ শেষই। কিন্তু কোচ দিদিয়ের দেশম বর্তমান ব্যালন ডি’অর জয়ীর স্থলাভিষিক্ত ঘোষণা করেননি।

তাই বেনজেমাকে খেলাতে বাধা নেই ফ্রান্সের। অবশ্য তাকে খেলানো হবে কি না এই প্রশ্ন করা হয়েছিল দেশমকে। মরক্কোর বিপক্ষে সেমিফাইনাল জয়ের পর এক সাংবাদিক প্রশ্ন করেন, ‘আজ রিপোর্ট হয়েছে যে করিম বেনজেমা কাতারে ফিরছেন। প্রথম প্রশ্ন, এটা কি সত্যি? দ্বিতীয় প্রশ্ন যদি সত্যিই হয়, তাহলে কি তাকে কয়েক মিনিটের জন্য খেলানোর সম্ভাবনা আছে, আপনার যদি প্রয়োজন হয়?’

আরো পড়ুন:

দেশম এই প্রশ্ন শুনে চোখ বন্ধ করেন, তারপর দীর্ঘশ্বাস ফেলে বলেন, ‘আমি এই প্রশ্নের উত্তর সত্যিই দিতে চাই না। পরের প্রশ্ন, আমাকে মাফ করবেন।’

ঢাকা/ফাহিম


সর্বশেষ

পাঠকপ্রিয়