ঢাকা     মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

মেসিকে নেইমারের অভিনন্দন

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৩৩, ১৯ ডিসেম্বর ২০২২   আপডেট: ০৬:৪৭, ১৯ ডিসেম্বর ২০২২
মেসিকে নেইমারের অভিনন্দন

লিওনেল মেসি ও নেইমারের গাঢ় বন্ধুত্বের কথা কারও অজানা নয়। এমনকি ফুটবলের চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের জার্সি পরলেও তাদের সম্পর্ক দারুণ। একসময় বার্সেলোনায় ছিলেন সতীর্থ, ফের দুজনের পুনর্মিলন হয়েছে পিএসজিতে। বন্ধু যদি সাফল্য পায়, তাহলে তাকে শুভেচ্ছা জানানো স্বাভাবিক। মেসি-নেইমারের বেলাতেও হলো তাই।

এবারের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হেরে বিদায় নিয়েছে ব্রাজিল। আর্জেন্টিনা সেই ক্রোয়েশিয়াকে সেমিফাইনালে হারিয়ে ফাইনালে ওঠে এবং ফ্রান্সের বিপক্ষে জিতে শিরোপা হাতে নিয়েছে। ঘুচলো মেসির একমাত্র আক্ষেপ। তার ট্রফি জয়ের পর তাকে শুভেচ্ছা জানালেন নেইমার।

টুইটারে নেইমার লিখেছেন, ‘অভিনন্দন ভাই।’ এর আগে গত বছর কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে গেলেও মেসির সঙ্গে তাদের ড্রেসিংরুমে গিয়ে হাস্যোজ্জ্বল সময় কাটান।  

আরো পড়ুন:

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়