ঢাকা     মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১০ ১৪৩১

হাসপাতালে বড়দিন উদযাপন করবেন পেলে

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪০, ২২ ডিসেম্বর ২০২২   আপডেট: ১৪:৪২, ২২ ডিসেম্বর ২০২২
হাসপাতালে বড়দিন উদযাপন করবেন পেলে

চলতি মাসের শুরুতে গুঞ্জন ওঠে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন পেলে। তবে ২৪ ঘণ্টা পেরোতেই তার শারীরিক অবস্থার উন্নতির কথা শোনা যায়। সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে প্রায় তিন সপ্তাহ ধরে ভর্তি আছেন ব্রাজিলিয়ান লিজেন্ড। তার মেয়ে জানালেন, এবার তাদের বড়দিনের উৎসব হাসপাতালেই করতে হচ্ছে।

কোলন ক্যানসারের সঙ্গে গত বছর থেকে লড়ছেন পেলে। সবশেষ হাসপাতালে ভর্তির পর শ্বাসযন্ত্রের সংক্রমণ ধরা পড়ে। তার মেয়ে দ্রুত বাড়ি ফিরতে আশাবাদ ব্যক্ত করলেও তা আর হয়নি। আগামী ২৫ ডিসেম্বর তাই বড়দিনের উৎসব হাসপাতালে করতে হচ্ছে।

পেলের মেয়ে কেলি নাসিমেন্তো ইনস্টাগ্রামে লিখেছেন, ‘ইনস্টা পরিবার, আমাদের বাসায় ক্রিসমাস বাতিল করা হয়েছে। ডাক্তারদের সঙ্গে আমরা আলোচনার পর সিদ্ধান্ত নিয়েছি বিভিন্ন কারণে এখানেই আমাদের থাকা ভালো, আইনস্টাইনে আমাদের নতুন পরিবারের সঙ্গে।’

আরো পড়ুন:

ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি লিখেছেন, ‘আমরা সবসময়ের মতো ব্রাজিল ও গোটা বিশ্ব থেকে যে ভালোবাসা আপনাদের কাছে পেয়েছি, সেটার জন্য ধন্যবাদ। তার জন্য আপনাদের ভালোবাসা ও প্রার্থনা অনেক বড় স্বস্তির কারণ আমরা জানি আমরা একা নই। প্রত্যেককে তাদের পরিবারের সঙ্গে ক্রিসমাস পালনের শুভকামনা। অনেক অনেক ভালোবাসা ও সুস্থতা কামনা করছি। আমরা আপনাদের ভালোবাসি, পরের সপ্তাহে আমরা নতুন কিছু জানাবো।’ 

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়