ভক্তের ভালোবাসায় সিক্ত সাকিব, নিরাপত্তা নিয়ে প্রশ্ন
এর আগেও একাধিকবার দেখা গেছে এমন চিত্র। নিরাপত্তাবেষ্টনী ভেদ করে ভক্ত ঢুকে গেছেন মাঠে। মাশরাফি, সাকিব, মুশফিকদের জন্য ভক্তরা ভেঙেছেন সীমার দেয়াল। তবে, এবার নতুন কিছুরই দেখা মিলল।
মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও ভারতের মধ্যেকার ঢাকা টেস্টের দ্বিতীয় দিনে এক কিশোর নিরাপত্তাবেষ্টনী পেরিয়ে মাঠে ঢুকে যান। তার লক্ষ্য ছিল—সাকিব আল হাসানকে কাছে পাওয়া। প্রিয় ক্রিকেটারের কাছে পৌঁছে তার পা ছুঁয়ে সালাম করতে দেখা যায় ওই কিশোরকে। মাঠে ঢুকে ভক্তদের এমন ভালোবাসাকে সাকিব সচরাচর প্রশ্রয় দেন না। কিন্তু, এবার সাকিব ভিন্ন কিছুই করলেন। পা ছুঁয়ে সালাম করার পর ভক্ত সাকিবকে জড়িয়ে ধরতে চান। সাকিবও তার আশা পূরণ করেন। ভক্তকে জড়িয়ে ধরেন বাংলাদেশের অধিনায়ক। ততক্ষণে পুলিশ, বিসিবির নিরাপত্তাকর্মী মাঠে ঢুকে পরিস্থিতি সামলে নেন।
নিরাপত্তাবেষ্টনী ভেদ করে মাঠে দর্শক ঢুকে যাওয়া নতুন কিছু নয়। এর আগে আন্তর্জাতিক ম্যাচ ও বাংলাদেশ প্রিমিয়ার লিগে এমন ঘটনা ঘটেছে। একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় আবারও প্রশ্নবিদ্ধ বিসিবির নিরাপত্তা ব্যবস্থা।
ম্যাচের ৬৮তম ওভারের ঘটনা। মিরাজ তখন বোলিংয়ে ছিলেন। সাকিব ছিলেন মিড উইকেটে। পূর্ব গ্যালারি থেকে লাফ দিয়ে ওই কিশোর নিচে নামেন। এরপর নিরাপত্তাকর্মীকে ফাঁকি দিয়ে মাঠে ঢুকে যান। চোখের পলকে সাকিবের কাছে গিয়ে পা ছুঁয়ে সালাম করেন। এর আগে মিরপুরে মাশরাফির জন্য এমন কাজ করেছিলেন এক ভক্ত। চট্টগ্রামে সাকিবের জন্য এক ভক্ত ফুল নিয়ে মাঠে প্রবেশ করেছিলেন। সিলেটে পরপর দুই দিন একই দৃশ্যের পুনরাবৃত্তি হয়। গত বছর মোস্তাফিজের জন্য মিরপুরের বিশাল বেষ্টনী পেরিয়ে মাঠে ঢুকে পড়ে আরেক কিশোর।
ভক্তদের এমন ভালোবাসায় ক্রিকেটাররা সিক্ত হলেও নিরাপত্তা নিয়ে বারবারই প্রশ্ন উঠেছে। বিসিবি বারবারই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বললেও ফাঁক থেকেই যাচ্ছে।
ইয়াসিন/রফিক