ঢাকা     বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১০ ১৪৩১

২৫০ রানের লিড পেলে জয় সম্ভব: তাইজুল

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫২, ২৩ ডিসেম্বর ২০২২   আপডেট: ১৮:৫৮, ২৩ ডিসেম্বর ২০২২
২৫০ রানের লিড পেলে জয় সম্ভব: তাইজুল

ঢাকা টেস্টে প্রথম ইনিংসে ব‌্যাটিং ভালো হয়নি বাংলাদেশের। ২২৭ রানে গুটিয়ে যান সাকিব, লিটনরা। তবে বোলারদের নৈপুণ্যে ম‌্যাচে ফিরেছে বাংলাদেশ। ভারতকে ৩১৪ রানে থামিয়েছেন তাইজুল, তাসকিনরা। দুজন ৪টি করে উইকেট নিয়ে লিড নাগালের বাইরে যেতে দেননি।  

৮৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে কোনও উইকেট না হারিয়ে ৭ রান তুলেছেন শান্ত ও জাকির। ৮০ রানে পিছিয়ে থাকলেও বাংলাদেশ ভালো অবস্থানে আছে বলেই বিশ্বাস তাইজুল ইসলামের। ব‌্যাটসম‌্যানরা তৃতীয় দিন ভালো করলে, ২৫০ রানের লিড পেলে জয়ের সম্ভাবনাও থাকবে বলে বিশ্বাস তার।

দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে তাইজুল বলেছেন,‘আমরা খুব যে খারাপ জায়গায় আছি তা না। বাংলাদেশ যদি ২৫০ রানের লিড নিতে পারে, এটা আমি খারাপ বলব না। অবশ্যই ভালো বলব। কারণ ২৫০ রানের লিড নিতে গেলে আমাদের কাল (শনিবার) সারাদিন খেলতে হবে। চতুর্থ ও পঞ্চম দিন উইকেট কেমন হবে, এটা আসলে দেখার বিষয়। আমার কাছে মনে হয় এটা (২৫০ রানের লিড) খারাপ হবে না।’ 

আরো পড়ুন:

চট্টগ্রামে প্রথম ইনিংসে বাজে পারফরম‌্যান্সের পর দ্বিতীয় ইনিংসে ভালো করেছিল বাংলাদেশ। জাকিরের ব‌্যাট থেকে এসেছিল শতরান। সাকিব পেয়েছিলেন ৮৪ রান। তাইজুল মনে করেন, ব‌্যাটসম‌্যানরা দায়িত্ব নিয়ে ব‌্যাটিং করলে, ইনিংস বড় করলে বড় পুঁজি পাওয়া যাবে। লিড যত বড় হবে তত লাভ বাংলাদেশেরই,‘আমরা চাই যে লিড আরও বেশি করা যায় কি না। এখানও যেহেতু আমাদের হাতে তিনদিন আছে, সেহেতু আমরা যতটা ভালো ব্যাটিং করে ওদের যতটা (লক্ষ‌্য) দেওয়া যায়। যদি  ৩০০-৩৫০ দিতে পারি তো আরও ভালো।’ 

জয়ের সম্ভাবনা নিয়ে জানতে চাইল তাইজুল আত্মবিশ্বাসের সুরে বলেছেন,‘আমরা সব সময় জয়ের আশা দেখি। ভারতকে হারাতে পারলে তো অবশ্যই ভালো লাগবে, শুধু আমার না, আপনাদেরও। আমরা চেষ্টা করবো । আমরা জেতার জন্যই খেলব।’

ঢাকা/ইয়াসিন


সর্বশেষ

পাঠকপ্রিয়