ঢাকা     শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৯ ১৪৩১

ফিল্ডিংয়ে ঘাটতির কথা বললেন তাইজুল

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৮, ২৩ ডিসেম্বর ২০২২  
ফিল্ডিংয়ে ঘাটতির কথা বললেন তাইজুল

টেস্ট ম‌্যাচে বোলাররা সুযোগ তৈরি করেন দীর্ঘ অপেক্ষার পর। এজন‌্য ধৈর্য দেখাতে হয়, টানা বোলিং করতে হয়, ব‌্যাটসম‌্যানদের ভুল করতে বাধ‌্য করতে হয়। সেই সুযোগটি ফিল্ডাররা হাতছাড়া করলে আফসোসের শেষ থাকে না। 

বাংলাদেশের বোলাররা শেষ কয়েকটি আন্তর্জাতিক ম‌্যাচে একই পরিস্থিতির মুখোমুখি হচ্ছে। সহজ ক‌্যাচ হাতছাড়া হচ্ছে। একটু কঠিন সুযোগ লুফে নিতে ব‌্যর্থ ফিল্ডাররা। রান আউটের সুযোগও নষ্ট হচ্ছে। 

শুক্রবার মিরপুরে সোহান, শান্ত ও মিরাজ যা করলেন তা চোখের সামনে এখনও তরতাজা। সাকিবের বলে শ্রেয়াস আইয়ারকে ২১ রানে জীবন দেন কাজী নুরুল হাসান সোহান। স্টাম্পিংয়ের সহজতম সুযোগ হাতছাড়া করেন তিনি। পরে ৮৭ রানে তাকে থামান সাকিব। গালিতে মিরাজও শ্রেয়াসের কঠিন ক‌্যাচ মুঠোবন্দী করতে পারেননি। এছাড়া রিশাভ পান্তকে স্লিপে জীবন দেন শান্ত। 

আরো পড়ুন:

২২৭ রানের পুঁজি নিয়েও লিড নেওয়ার সুযোগ ছিল স্বাগতিকদের। কিন্তু ফিল্ডাররা তা হতে দিলেন কই! ভারত ৩১৪ রান তুলে ৮৭ রানের লিড পায়। তাইতো তাইজুল ফিল্ডিংয়ে ঘাটতির কথা বলতে বাধ‌্য হলেন। তার ভাষ‌্য, ‘সত্যি কথা আমাদের ফিল্ডিংয়ে একটু ঘাটতি আছে। ঘাটতিটা এরকম যে, বড় বড় দলের সঙ্গে খেলতে গেলে হয়তো বা এ সুযোগগুলো পাওয়া যায় না। বাংলাদেশের সঙ্গে হয়তো বা দু’একটা সুযোগ দলগুলো পেয়ে থাকে। আমরা দ্রুতই কাভার করার চেষ্টা করব।’

তাইজুল আরো বলেছেন, ‘সেই সময় দুই-তিনটা সুযোগ আমরা নিতে পারতাম তাহলে আমাদের রানের আগে তাদের অলআউট করা সম্ভব ছিল। এজন‌্য সুযোগ নেওয়াটা গুরুত্বপূর্ণ।’ 

সুযোগ হাতছাড়া হলে বোলারদের ফিরে আসার কাজটা কঠিন হয়ে যায় বলে মন্তব‌্যও করেছেন তাইজুল, ‘মাঠের মধ‌্যে ওভাবে আসলে কাজ করে না (মাথা)। কারণ যদি মাঠের মধ্যে আমার মস্তিষ্ক নাই চলে, তখন পরের বল করাটা অনেক কঠিন হয়। এগুলো আসলে ভুলে যাওয়াটা ভালো।’ 

ঢাকা/ইয়াসিন


সর্বশেষ

পাঠকপ্রিয়