ঢাকা     শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৯ ১৪৩১

লিটনকে দলে নিলো কলকাতা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৩, ২৩ ডিসেম্বর ২০২২   আপডেট: ২১:১৭, ২৩ ডিসেম্বর ২০২২
লিটনকে দলে নিলো কলকাতা

প্রথমবারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার সুযোগ পেলেন লিটন দাস। ভিত্তিমূল্য ৫০ লাখ রুপিতে তাকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। প্রথম ডাকে তাকে দলে নিতে আগ্রহ দেখায়নি কেউ। তবে, দ্বিতীয়বার নিলামে তোলার পর তাকে দলে টেনেছে কলকাতা।

দুই বছর ধরে দুর্দান্ত ফর্মে আছেন লিটন। তার ব্যাটে নিয়মিত রানের ফোয়ারা ছুটছে। তিন ফরম্যাটে সমানতালে পারফর্ম করছেন তিনি৷ তাকে ঘিরে আলাদাভাবে আলোচনা হচ্ছিল।

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে অধিনায়ক ওই দলের অধিনায়ক রোহিত শর্মা বাংলাদেশের ক্রিকেটারদের আইপিএলে সুযোগ পাওয়ার কথা বলেছিলেন। রোহিত বলেছিলেন, ‘আমি সত্যিই আশা করি, তারা সুযোগ পাবে। কারণ, তারা মানসম্পন্ন দল, মানসম্পন্ন খেলোয়াড়। আমি সত্যিই অনুভব করি, তারা আইপিএল দলে পার্থক্য গড়ে দিতে পারে।’ রোহিতের দল মুম্বাই ইন্ডিয়ানস লিটনকে নিতে আগ্রহ না দেখালেও কলকাতা এই মারকুটে ব্যাটসম্যানকে দলে টানল।

আরো পড়ুন:

বাংলাদেশের সপ্তম ক্রিকেটার হিসেবে আইপিএলে সুযোগ পেলেন লিটন। ২০০৯ সালে মাশরাফি বিন মুর্তজার হাত ধরে বাংলাদেশে আইপিএলের দরজা খোলে। তাকে নিয়েছিল কলকাতা। পরের বছর আব্দুর রাজ্জাকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও মোহাম্মদ আশরাফুলকে মুম্বাই ইন্ডিয়ানস নেয়। সেই ধারাবাহিকতায় সাকিব, তামিম সুযোগ পেয়েছিলেন। সাকিব কেবল টানা সুযোগ পেয়েছেন। তামিম ম্যাচ খেলার সুযোগও পাননি। এরপর মোস্তাফিজুর রহমান যোগ দিয়ে তালিকা লম্বা করেন। সেখানে এবার যোগ দিলেন লিটন। মোস্তাফিজকে এ বছর রিটেইন করেছে দিল্লি ক্যাপিটালস৷ লিটনের পাশাপাশি তার খেলাও নিশ্চিত হয়ে গেছে।

ইয়াসিন/রফিক

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়