ঢাকা     বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১০ ১৪৩১

১০০ রানের পুঁজি নিয়েও ভারতকে হারানো সম্ভব, বলছেন লিটন

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৬, ২৪ ডিসেম্বর ২০২২   আপডেট: ১৮:৩৮, ২৪ ডিসেম্বর ২০২২
১০০ রানের পুঁজি নিয়েও ভারতকে হারানো সম্ভব, বলছেন লিটন

ইতিহাস গড়তে বাংলাদেশের চাই ৬ উইকেট। কিন্তু হাতে কাছে কেবল ১০০ রান। ভারতকে ১৪৫ রানের টার্গেট দিয়ে শনিবার শেষ সেশনে ৪ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। ৪৫ রানে দিন শেষ করেছে সফরকারীরা।

স্বাগতিকদের পুঁজি স্রেফ ১০০ রান। ভারতের হাতে আছে ৬ উইকেট। এর আগে ইংল‌্যান্ডকে এই মাঠে টেস্টে হারিয়েছিল বাংলাদেশ। সেবার এক সেশনে ১০ উইকেট তুলে নিয়েছিল মাত্র ৬৪ রানে। সাকিব, তাইজুল, মিরাজে বধ হয়েছিল প্রভাবশালী অস্ট্রেলিয়াও।

এবার কি ভারতের পালা? দলের প্রতিনিধি হয়ে তৃতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসেছিলেন লিটন দাস। এ ব‌্যাটসম‌্যানের বিশ্বাস, শতরানের পুঁজি নিয়েও জেতা সম্ভব।

আরো পড়ুন:

এজন‌্য কী করণীয় তা খোলাসাও করলেন, ‘অবশ্যই জেতা সম্ভব। সকাল সকাল (চতুর্থ দিন) যদি এক-দুইটা উইকেট নিতে পারি, অবশ্যইরিশভ আছে, আইয়ার আছে। অবশ্যই তারা ভালো খেলোয়াড়, তবে চাপে থাকবে। জেতা সম্ভব। হাতে যতই উইকেট থাকুক, বড় বড় ব‌্যাটসম‌্যান থাকুক, হাতে উইকেট না থাকলে অনেক কিছু চাইলেই করতে পারবে না। এসেই যদি ২ উইকেট নিয়ে নিতে পারি…এরপর ’

নিজেদেরকে এগিয়ে রেখে লিটনের দাবি, ‘অবশ্যই, এ মুহূর্তে আমরাই এগিয়ে। তারা চাপে আছে। আমরা ভালো পরিকল্পনা নিয়ে মাঠে নামলে তারা ভেঙে পড়বে। এটাই আমাদের লক্ষ্য। আমাদের জিততে হবে। পরিকল্পনা এটুকুই। তাদের বরং ভালো পরিকল্পনা থাকতে পারে। আমরা জানি মিরপুরে চতুর্থ ইনিংস সবসময়ই কঠিন। সব ব‌্যাটসম‌্যানদের জন্যই। আমরা ২০০-২২০ লক্ষ্য দিতে চেয়েছিলাম। যে স্কোর দাঁড় করেছি, এখনও আরও ১০০ রান দরকার। অনেক কঠিন কিন্তু। এখন যে অবস্থা, এই লক্ষ্য জয়ের জন্য যথেষ্ট।’

ঢাকা/ইয়াসিন/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়