ঢাকা     বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১০ ১৪৩১

পন্তকে নিয়েই যত ভয় বাংলাদেশের! 

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৭, ২৪ ডিসেম্বর ২০২২   আপডেট: ১৯:৪১, ২৪ ডিসেম্বর ২০২২
পন্তকে নিয়েই যত ভয় বাংলাদেশের! 

শুধু বিস্ফোরক ব‌্যাটসম‌্যান হিসেবেই নয়, যেকেনো মুহূর্তে, যে কোনো পরিস্থিতিতে ম‌্যাচের মোড় ঘুরিয়ে দিতে, প্রতিপক্ষের থেকে ম‌্যাচ ছিনিয়ে নিতে, প্রতি আক্রমণে গিয়ে দলকে জয়ের স্বাদ দিতে বড্ড পটু ঋষভ পন্ত।

ঢাকা টেস্টে এমনই এক পরিস্থিতির মুখোমুখি হতে পারেন তিনি। যেখানে তাকে নিয়েই ভয় বাংলাদেশ শিবিরের। ঢাকা টেস্টে শেষ রোমাঞ্চের অপেক্ষা। জিততে বাংলাদেশের চাই ৬ উইকেট, ভারতের ১০০ রান। ভারতের লক্ষ‌্য ১৪৫ রান। ৪ উইকেটে ৪৫ রান তুলে দিন শেষ করেছে সফরকারীরা। উইকেটে আছেন অক্ষর প্যাটেল ও নাইটওয়াচম‌্যান জয়দেব উনাদকাট।

পরের ব‌্যাটসম‌্যানদের মধ‌্যে আছেন শ্রেয়াস আইয়ার, ঋষভ পন্ত। এরই মধ‌্যে ড্রেসিংরুমে ফিরেছেন রাহুল, গিল, পুজারা ও কোহলি। টপ ফোর ব‌্যাটসম‌্যানকে ফিরিয়ে বাংলাদেশ জয়ের সম্ভাবনা জাগিয়ে তুলেছে। কিন্তু যত ভয় পন্তকে ঘিরেই। শ্রেয়াসও আছেন। কিন্তু পান্তের আগ্রাসী ব‌্যাটিং ছুটলে জয়ের সম্ভাবনা উড়ে যাবে।

আরো পড়ুন:

লিটন সেই কথাটাই বলেছেন তৃতীয় দিনের খেলা শেষে, ‘ও যেভাবে ব্যাট করে এভাবে খেলা শুরু করলে দৃশ্য বদলে যাবে। তবে আমরা অনেক ভালো বল করছি, পিচও সহায়তা করছে। ঋষভ আছে, আইয়ার আছে ওদের ব‌্যাটসম‌্যান। অবশ্যই তারা ভালো খেলোয়াড়, তবে চাপে থাকবে।’

প্রথম ইনিংসে এই দুই ব‌্যাটসম‌্যানই ভুগিয়েছে বাংলাদেশকে। ভারত রান করেছিল ৩১৪। পঞ্চম উইকেট তারা দুজন ১৫৯ রান জুটি গড়েছিলেন। পন্ত ৭ চার ও ৫ ছক্কায় ৯৩ রান করেছিলেন। শ্রেয়াস ৮৭ রান করেছিলেন ১০ চার ও ২ ছক্কায়। অক্ষর ও উনাদকাটের জুটি ভাঙলে তারাই আসবেন ক্রিজে। 

তাদের বিপক্ষে নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে বোলিং করলে সাফল‌্য আসবে বলেই মনে করেন লিটন, ‘আমরা জানি আমাদের বোলারদের কি কোয়ালিটি আছে। মিরপুরের উইকেটে ব্যাটিং সবসময় কঠিন। তবে ওদের লক্ষ্যও বেশি বড় না। বেশি আক্রমণ করতে গিয়ে রান দিয়ে দিলে খেলা কিছু থাকে না। তাই আমরা রক্ষণাত্মক থেকে বল করেছি। আগামীকালও এই পরিকল্পনায় বোলিং করবো।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনিতে ১৫৯, গ‌্যাবায় ৮৯, আহমেদাবাদে ইংল‌্যান্ডের বিপক্ষে ১০১ রানসহ অনেক ছোট-বড় ইনিংস পান্তের রয়েছে। যেগুলোর প্রায় অধিকাংশই বিরুদ্ধ স্রোতে গিয়ে, প্রতিপক্ষকে চোখ রাঙানি দিয়ে এবং নিজের স্বভাবসুলভ ব‌্যাটিং করে। এবারও তার থেকে এমন কিছুর প্রত‌্যাশায় থাকবে টিম ইন্ডিয়া। কিন্তু তাকে থামাতে দৃঢ় প্রতিজ্ঞ বাংলাদেশ।  

টেস্ট র‌্যাংকিংয়ে ভারতের অবস্থান দুইয়ে। টেস্ট চ‌্যাম্পিয়নশিপেও অস্ট্রেলিয়ার পর তাদের অবস্থান। ভারতের এই দলের বিপক্ষে জয় পেলে তা অনেক বড় অর্জন হবে বলেই মনে করছেন লিটন, ‘ভারত ভালো দল। টেস্ট র‍্যাংকিংয়ে ওরা এক নম্বর (আসলে দুই নম্বর)। তাদের বিপক্ষে জয়ের চেয়ে ভালো অর্জন কিছু হতে পারে না।’

ইয়াসিন/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়