ড্রেসিংরুমে নার্ভাসনেস ছিল: রাহুল
মিরপুর টেস্ট ৩ উইকেটে জিতে বাংলাদেশকে দুই ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ করেছে ভারত। ওয়ানডে সিরিজ হার দিয়ে শুরু করা বাংলাদেশ সফরের শেষ ম্যাচটি সহজে জিততে পারেনি সফরকারীরা। দ্বিতীয় টেস্টে ১৪৫ রান তাড়া করতে গিয়ে ড্রেসিংরুমে নার্ভাসনেস তৈরি হয়েছিল স্বীকার করলেন ভারতীয় অধিনায়ক লোকেশ রাহুল।
তৃতীয় দিন শেষে ভারত ৪ উইকেট হারিয়ে করেছিল ৪৫ রান। রোববার চতুর্থ দিনের খেলা তারা শুরু করেছিল আরও ১০০ রান করার লক্ষ্যে। হাতে থাকা ছয় উইকেটের তিনটি দ্রুত চলে গেলে চাপে পড়েছিল সফরকারীরা। মেহেদী হাসান মিরাজ ৫ উইকেট নিয়ে স্বাগতিকদের জয়ের আশা জাগান, ৩ উইকেটে ভারতের লাগতো ৭১ রান। তবে রবিচন্দ্রন অশ্বিন ও শ্রেয়াস আইয়ার হাল ধরেন। তাদের ৭১ রানের অবিচ্ছিন্ন জুটিতে জয়ের বন্দরে পৌঁছায় গত টেস্ট চ্যাম্পিয়নশিপসের রানার্সআপরা।
ম্যাচ শেষে রাহুল চাপে থাকার কথা লুকাননি, ‘এটা কঠিন খেলা ছিল এবং আমি খুশি যে আমরা জিতেছি। আমরা বেশ বিপদে পড়েছিলাম, চাপ ছিল এবং ড্রেসিংরুমে নার্ভাসনেস ছিল। কিন্তু আমি সত্যিই খুশি যে অশ্বিন ও শ্রেয়াস ওই জুটি গড়ে আমাদের জয় এনে দিয়েছে।’
কঠিন কন্ডিশন, টানটান উত্তেজনা- এমনটা টেস্ট ক্রিকেটকে আরও রোমাঞ্চকর করে তোলে মনে করেন রাহুল, ‘কন্ডিশনগুলো ছিল কঠিন কিন্তু এটা টেস্ট ক্রিকেটকে মজার করে তোলে। যখন কন্ডিশন কঠিন, তখন আপনার সামর্থ্যের পরীক্ষা হয় এবং এভাবে আমরা ক্রিকেট খেলতে পছন্দ করি। এটা কঠিন ম্যাচ ছিল, স্মরণীয় একটা।’
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরে যায় ভারত। শেষ ম্যাচ জিতে হোয়াইটওয়াশ এড়ায় তারা। তারপর ঘুরে দাঁড়িয়ে দুটি টেস্ট জয়। এই সফরের অভিজ্ঞতা নিয়ে অধিনায়ক বললেন, ‘এটা ছিল সত্যিই ভালো সিরিজ, কারণ অনেক অভিজ্ঞতা ও শেখার ছিল। ওয়ানডে সিরিজ ভালো যায়নি, কিন্তু কখনও কখনও সিরিজ হার আপনাকে অনেক কিছু দেখিয়ে দেয় এবং জানিয়ে দেয় দল হিসেবে আপনার অবস্থান কোথায়?’
টেস্ট সিরিজে বাংলাদেশের লড়াইয়ের প্রশংসা করেছেন রাহুল, ‘টেস্ট সিরিজ ছিল আমাদের জন্য কঠিন, বাংলাদেশ সত্যিই খুব ভালো ক্রিকেট খেলেছিল। তারা আমাদের অনেক চ্যালেঞ্জ করেছে এবং আমাদের জন্য কঠিন করে তুলেছিল।’
ঢাকা/ফাহিম