ঢাকা     শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৯ ১৪৩১

টেস্টে ‘ইমপ‌্যাক্টফুল-ইনফ্লুয়েনশিয়াল’ কোচের খোঁজে বিসিবি

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০২, ২৫ ডিসেম্বর ২০২২  
টেস্টে ‘ইমপ‌্যাক্টফুল-ইনফ্লুয়েনশিয়াল’ কোচের খোঁজে বিসিবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আচমকা বাংলাদেশের কোচিং স্টাফে রদবদল। প্রধান কোচ রাসেল ডমিঙ্গোকে সরিয়ে দেওয়া হয় টি-টোয়েন্টি দলের দায়িত্ব থেকে। ভারত থেকে উড়িয়ে আনা হয় শ্রীরাম শ্রীধরণকে। ডমিঙ্গো কেবল ওয়ানডে ও টেস্টের দায়িত্বে।

ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ ২-০ ব‌্যবধানে হারের পর সোরগোল উঠলো, সাদা পোশাকের দায়িত্বেও অনিশ্চিত ডমিঙ্গো। টেস্টের জন‌্য খোঁজা হবে ভালো কোচ। বিশেষ করে, ইমপ‌্যাক্ট রাখতে পারে এমন কোচের সন্ধানে বিসিবি। চলতি বছরের শুরুতে নিউ জিল‌্যান্ডে অবিস্মরণীয় জয় পায় বাংলাদেশ। কিউইদের মাটিতে তাদেরকেই হারায় টাইগাররা। এরপর দেশে-বাইরে সবখানে হার। কেবল শ্রীলঙ্কার বিপক্ষে একটি ম‌্যাচ ড্র করে বাংলাদেশ। বছরের শেষটাও হলো ভারতের বিপক্ষে দুই হারে।

যদিও চট্টগ্রাম ও ঢাকা টেস্টে বাংলাদেশের পারফরম‌্যান্সে উন্নতির ছাপ ছিল। ঢাকায় প্রায় জিতেই গিয়েছিল স্বাগতিকরা। পথের কাঁটা হয়ে জয় আটকে দিয়েছেন অশ্বিন ও শ্রেয়াস। বিসিবি এখন সব পর্যায়ে জয়ের চিন্তা করছে। মাঠে নামলেই সাকিবদের জয় দেখতে চায়। চাইছে বড় কোনো শিরোপাও। এজন‌্য কোচ পরিবর্তন করতেও নেই আপত্তি।

আরো পড়ুন:

ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম‌্যান জালাল ইউনুস বলেছেন, ‘আমাদের একজন কোচ দরকার, যে টেস্ট ক্রিকেটের জন্য ভালো। ওয়ানডেতে আমরা ভালোই করছি। সেটার দিকে তাও নজর রাখা দরকার, কারণ, বিশ্বকাপ খুবই কাছে, ২০২৩ সালে। এটির দিকে নজর রাখতে হবে। পাশাপাশি, আমরা চাই টেস্ট দলের টিম ম্যানেজমেন্টে যারা থাকবেন, তারা যেন ইম্প্যাক্ট রাখতে পারেন।’

একজন কড়া কোচের খোঁজে আছে বিসিবি তা বোঝা গেল জালাল ইউনুসের কথায়, ‘কোচের যাতে দলের ওপর ইমপ্যাক্ট থাকে, দলের মধ্যে তার ইনফ্লুয়েন্স থাকে, প্রভাব থাকে। আমাদের এই ধরনের কোচ দরকার। আমার মনে হয় শিগগির আপনারা কিছু পরিবর্তন দেখতে পাবেন। দেখা যাক, চেষ্টা করছি আমরা…।’

ডমিঙ্গোকে শুধুমাত্র ওয়ানডের জন‌্য রাখা হবে কিনা তা নিয়েও আলোচনা শুরু হয়ে গেছে। তবে এই মুহূর্তে হাই প্রোফাইল কোচ বাইরে যে বেশি আছে তাও নয়। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ব‌্যস্ততার কারণে বড় কোচরা অ‌্যাভেইলেভেল নন। তাই ভেবেচিন্তেই পা ফেলতে চাইছে বিসিবি। তবে বিসিবি নিজেদের দলকে আরও শক্তিশালী, আরও মানসম্পন্ন করতে চাইছে।

জালাল ইউনুস বলেছেন, ‘আমরা অবশ্যই চাইব একটা শক্তিশালী দল। মানসম্পন্ন ক্রিকেট খেলতে হবে, তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলতে হবে। এমন নয় যে আমরা টেস্ট খেলছি স্রেফ খেলার জন্য। নিচের র‌্যাঙ্কের দলের সঙ্গে জিতে খুশি হচ্ছি, আনন্দ করছি, এমন নয়। আজ যেমন ভারতের সঙ্গে, ইট ওয়াজ ভেরি ক্লোজ। টেস্টেও আমরা ভালো করেছি, সর্বাত্মক চেষ্টা করছি আরও ভালো করার জন্য। অপেক্ষা করুন, কিছু পরিবর্তন হয়তো দেখতে পাবেন।’

ইয়াসিন/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়