ঢাকা     বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১২ ১৪৩১

৮৮ টেস্ট খেলেই শচীনের কাছাকাছি অশ্বিন

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৯, ২৫ ডিসেম্বর ২০২২  
৮৮ টেস্ট খেলেই শচীনের কাছাকাছি অশ্বিন

ভারতের জীবন্ত ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার তার ক্যারিয়ারে ২০০ টেস্ট খেলেছিলেন। ইনিংস খেলেছিলেন ৩২৯টি। ২০০ ম্যাচ খেলে মোট ১৯ বার ম্যাচসেরা ও সিরিজ সেরা হয়েছিলেন লিটল মাস্টার।

ভারতের অলরাউন্ডার রবীচন্দ্রন অশ্বিন টেস্ট খেলেছেন মাত্র ৮৮টি। শচীনের চেয়ে ১১২ ম্যাচ কম খেলেও ম্যাচসেরা ও সিরিজ সেরার পুরস্কারে শচীনের কাছাকাছি পৌঁছে গেছেন তিনি। ৮৮ টেস্ট খেলে অশ্বিন ১৭ বার জিতেছেন ম্যাচসেরা ও সিরিজ সেরার পুরস্কার।

সবশেষ রোববার বাংলাদেশের বিপক্ষে হারতে বসা ঢাকা টেস্ট জিতিয়ে ম্যাচসেরা হন তিনি। এই টেস্টে তিনি বল হাতে ৬ উইকেট ও ব্যাট হাতে ৫৪ রান করেন।

আরো পড়ুন:

বাংলাদেশের ছুড়ে দেওয়া ১৪৫ রানের টার্গেট তাড়া করতে নেমে ভারত ৭৪ রানেই হারিয়ে বসে ৭ উইকেট। সেখান থেকে শ্রেয়াস আয়ার ও অশ্বিন ১০৫ বলে অবিচ্ছিন্ন ৭১ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

বাংলাদেশের বোলিং তোপের মুখে মাটি কামড়ে পড়ে থেকে দারুণ ব্যাটিং করেন তারা দুজন। বিশেষ করে অশ্বিন। দারুণ টেম্পারামেন্ট দেখিয়ে বাংলাদেশের কাছ থেকে ম্যাচটি ছিনিয়ে নেন তিনি।

অশ্বিন ৬২ বল খেলে ৪টি চার ও ১ ছক্কায় ৪২ রানে অপরাজিত থাকেন। তার সঙ্গে ৪৬ বলে ৪ চারে ২৯ রানে অপরাজিত থাকেন আয়ার।

ঢাকা/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়