ঢাকা     শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৯ ১৪৩১

‘খেলোয়াড়রা এখন যা কিছু করছে, পেলে সেটা সবার আগে করেছিলেন’

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৭, ৩০ ডিসেম্বর ২০২২  
‘খেলোয়াড়রা এখন যা কিছু করছে, পেলে সেটা সবার আগে করেছিলেন’

ফুটবল কিংবদন্তি পেলের বিদায়ে শোকাতুর বিশ্ব ক্রীড়াঙ্গন। ফুটবলের প্রথম পোস্টার বয়, ফুটবলকে শিল্প বানিয়ে রঙ-তুলির আঁচড় ছড়ানো খেলোয়াড় ছিলেন তিনি। তার প্রয়াণ ছুঁয়ে গেছে ফুটবল বিশ্বের তারকাদের। তাদের মধ্যে অন্যতম সময়ের আলোচিত তরুণ ফুটবলার আরলিং হালান্ডকেও। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক টুইট বার্তায় হালান্ড লিখেছেন, বর্তমনা আপনারা খেলোয়াড়দের যা করতে দেখছেন, সেগুলোর সবার আগে করেছিলেন পেলে।’

সত্যিই তো তাই! পেলেই হলেন বিশ্বের একমাত্র খেলোয়াড় যিনি তিন-তিনটি বিশ্বকাপ জিতেছেন। সৃষ্টিকর্তা প্রদত্ত অন্যরকম প্রতিভাবান ছিলেন তিনি। অসংখ্য গোল আর রেকর্ড তার পায়ে গড়াগড়ি খেয়েছে। গোল আর রেকর্ডের ফুলঝুরি ছুটিয়ে ১৯৭৭ সালে অবসর নেন। ২০২২ সালের শেষ দিকে এসে পৃথিবীকেই বিদায় জানালেন। কিন্তু পৃথিবী কি তাকে বিদায় জানাবে? না, তাকে মনে রাখবে চিরকাল।

আরো পড়ুন:

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়