ঢাকা     মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

পেলেকে শ্রদ্ধা জানালেন ফিফা সভাপতি, সব দেশকে করলেন একটি অনুরোধ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৬, ২ জানুয়ারি ২০২৩   আপডেট: ২২:৫১, ২ জানুয়ারি ২০২৩
পেলেকে শ্রদ্ধা জানালেন ফিফা সভাপতি, সব দেশকে করলেন একটি অনুরোধ

ব্রাজিলের কিংবদন্তি পেলেকে শেষ শ্রদ্ধা জানানো শুরু হয়েছে। ব্রাজিলের স্থানীয় সময় সোমবার সকাল ১০টা থেকে দীর্ঘ ১৮ বছর খেলা সান্তোসের মাঠ ভিলা বেলমিরোতে শুরু হয় শ্রদ্ধাজ্ঞাপন।

দুপুর ১২টার পর পর স্টেডিয়ামে প্রবেশ করেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফানতিনো। তিনি পেলের ছেলে ইদিনহোর সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর সাক্ষাৎ করেন পেলের স্ত্রী মার্সিয়া আওকির সঙ্গে। তাদের দুজনের সঙ্গে তিনি কথা বলেন এবং সমবেদনা জানান।

এরপর পেলেকে শেষবারের মতো শ্রদ্ধা জানান তিনি।

আরো পড়ুন:

শ্রদ্ধা জানানো শেষে সংবাদমাধ্যমে কথা বলেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার সভাপতি। সেখানে তিনি প্রত্যেক দেশকে পেলের নামে অন্তত একটি স্টেডিয়ামের নামকরণ করার অনুরোধ করেন।

তিনি বলেন, ‘আমরা বিশ্বের সব দেশকে একটি অনুরোধ করতে চাই, অন্তত একটি স্টেডিয়ামের নামকরণ পেলের নামে করুন।’

পেলের ক্যারিয়ারের প্রথম ক্লাব সান্তোসের সবুজ গালিচা থেকেই চিরবিদায় নিবেন তিনি। এখানেই স্থানীয় সময় আজ সোমবার সকাল ১০টা থেকে আগামীকাল মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত মোট ২৪ ঘণ্টা পেলেকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন অনুরাগীরা।

গেল বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাতে দীর্ঘ এক মাস চিকিৎসাধীন থাকার পর না ফেরার দেশে পাড়ি জমান কিংবদন্তি পেলে।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়