ঢাকা     মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

সবার শেষে শ্রদ্ধা জানাবেন পেলের মা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫২, ২ জানুয়ারি ২০২৩   আপডেট: ২২:৫৮, ২ জানুয়ারি ২০২৩
সবার শেষে শ্রদ্ধা জানাবেন পেলের মা

গেল বৃহস্পতিবার সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফুটবল কিংবদন্তি পেলে। কিন্তু তার শত বছর বয়সী মা সেলেস্তে আরানতেস এখনো জানেনই না তার তারকা ছেলে আর বেঁচে নেই। তার শারীরিক অবস্থা বিবেচনা করেই তাকে জানানো হয়নি মৃত্যুর খবর।

স্থানীয় সময় সোমবার সকাল থেকে ফুটবল ক্লাব সান্তোসের মাঠে শুরু হয়েছে শেষ শ্রদ্ধা। যেখানে লাখ লাখ অনুরাগীরা ২৪ ঘণ্টা ধরে শ্রদ্ধা জানাবেন ফুটবল কিংবদন্তিকে। তবে পেলের মা শ্রদ্ধা জানাবেন সবার শেষে। তিনি অবশ্য শ্রদ্ধা জানাতে স্টেডিয়ামে আসবেন না। সবার শ্রদ্ধা জানানো শেষ হলে সান্তোসের মাঠ থেকে শবযাত্রা করে পেলের মরদেহ নিয়ে যাওয়া হবে ক্যানাল-৬ সড়ক দিয়ে। যেখানে পেলের মা বাস করেন। সেখানেই শেষবারের মতো ছেলেকে দেখবেন তার শয্যাশায়ী মা এবং বিদায় জানাবেন।

তিনি শ্রদ্ধা জানানোর পর পেলের মরদেহ নিয়ে যাওয়া হবে ১৪ তলা বিশিষ্ট বিশ্বের সবচেয়ে উঁচু সমাধিস্থল মেমোরিয়াল নেকরোপোল একিউমেনিকায়। সেখানে পরিবারের সদস্যদের উপস্থিতিতে পেলেকে সমাহিত করা হবে। সেখানে অবশ্য সর্বসাধারণের প্রবেশাধিকার থাকবে না।

আরো পড়ুন:

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়